![147590_22 copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/147590_22-copy-696x392.webp)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে গিয়ে বারিকুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে।
শুক্রবার ভোরে (০৭ ফেব্রুয়ারি) উপজেলার রঘুনাথপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগনাথপুর গ্রামের সেতাউরের রহমানের ছেলে।
দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে রঘুনাথপুর সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ ৫-৬ জন কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। অন্যরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফ। পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপরে মরদেহ ফেলে রাখে। বর্তমানে মরদেহ সেখানেই রয়েছে।
তথ্যসূত্র:
১. চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ
– https://tinyurl.com/5b49hvkb