দুই কাশ্মীরি যুবককে হত্যা করলো দখলদার ভারতীয় বাহিনী

0
32

ভারতীয় দখলদার বাহিনী তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়ে অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে (IIOJK) দুই কাশ্মীরি যুবককে হত্যা করেছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) এই ঘটনার একটি সংবাদ প্রকাশ করে কাশ্মীর মিডিয়া সার্ভিস।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, বারামুল্লা জেলার সাংগ্রামা চকে চালানো এক সহিংস কর্ডন ও তল্লাশি অভিযানের সময় ভারতীয় সেনারা একটি ট্রাকে গুলি চালায়। ওই ট্রাকটি চালাচ্ছিলেন একজন কাশ্মীরি যুবক। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই যুবক।

শ্রীনগর-বারামুল্লা মহাসড়কে এই হামলা চালায় দখলদার ভারতীয় সেনাবাহিনী। গুলিতে ক্ষতিগ্রস্ত সম্পূর্ণ মালবোঝাই ট্রাকটি পরে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়।

অন্য এক ঘটনায়, ভারতীয় সেনারা বিশেষ অভিযানের গ্রুপ (SOG)-এর সদস্যদের সঙ্গে যৌথভাবে কাঠুয়া জেলা থেকে মাখন দিন নামের এক কাশ্মীরি যুবককে আটক করে। পরবর্তীতে তাকে হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। দখলদার ভারতীয় সেনারা নিহত যুবককে IIOJK-তে চলমান স্বাধীনতা আন্দোলনের সমর্থক বলে দাবী করেছে।


তথ্যসূত্র:
1. Indian troops martyr two Kashmiri youth in IIOJK
– https://tinyurl.com/mwssmbs4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলকৃত জম্মু ও কাশ্মীরে আত্মহত্যা করলো এক ভারতীয় সেনা অফিসার
পরবর্তী নিবন্ধআফগান সীমান্ত আরও সুরক্ষিত করতে ৫৩৫ জন সেনা সদস্যকে প্রশিক্ষণ প্রদান