আফগান সীমান্ত আরও সুরক্ষিত করতে ৫৩৫ জন সেনা সদস্যকে প্রশিক্ষণ প্রদান

0
102

আফগানিস্তানে ৫৩৫ জন সেনাসদস্য সফলভাবে বর্ডার অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এই তথ্য জানিয়েছে।

হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক প্রশিক্ষণ কমান্ডের সীমান্ত বিষয়ক এডুকেশন স্কুলের ৫ম রাউন্ড থেকে সদস্যগণ স্নাতক প্রশিক্ষণ লাভ করেছেন। এই প্রশিক্ষণ কর্মসূচির মেয়াদ ছিল ৪ মাস। এতে ব্যবহারিক ও তাত্ত্বিক বিষয়ে সদস্যগণ শিক্ষা লাভ করেছেন। প্রশিক্ষণে টপোগ্রাফি, আর্টিলারি, ভারী ও হালকা অস্ত্রের ব্যবহার, সীমান্ত আইন এবং অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত ছিল।

এছাড়া স্কুল অফ পাবলিক সার্ভিস ও কমান্ডে ২৩ জন অফিসার একই অনুষ্ঠানে স্নাতক সম্মান গ্রহণ করেছেন। অর্জিত কর্মদক্ষতা কাজে লাগিয়ে সারাদেশে সেবা প্রদান করতে আপন প্রস্তুতি ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সেনা সদস্যগণ।


তথ্যসূত্র:
1. د افغانستان سرحدونو ساتنه به نوره هم پیاوړې شي
– https://tinyurl.com/huu87kxd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুই কাশ্মীরি যুবককে হত্যা করলো দখলদার ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে আবারও যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত