![যুক্তরাষ্ট্রে আবারও যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত-1 copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/যুক্তরাষ্ট্রে-আবারও-যাত্রীবাহী-বিমান-বিধ্বস্ত-সব-আরোহী-নিহত-1-copy-696x392.webp)
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির চালকসহ ৯ জন যাত্রীর কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিধ্বস্ত উড়োজাহাজটি বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান ছিল। ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে উনালাকলিট থেকে নরটন সাউন্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার পর যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই উড়োজাহাজটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরবর্তীতে আলাস্কার নোম এলাকা থেকে ৩৪ মাইল দক্ষিণ-পূর্বে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেখানে ৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও, বাকি ৭ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটির পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে অবশিষ্ট সাতজনের মরদেহ উদ্ধার করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
বিমান দুর্ঘটনা যেন যুক্তরাষ্ট্রের পিছু ছাড়ছে না। এর আগে ৩১ জানুয়ারি, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় একটি এম্বুলেন্স বিমান দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি বাড়িঘর ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে ছয়জন ছিল, যার মধ্যে চারজন ক্রু ও দুজন যাত্রী। এক যাত্রী ছিল শিশু।
এর আগে, ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীর উপরে একটি যাত্রীবাহী বিমান ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় উড়োজাহাজের চালকসহ ৬৮ জন যাত্রীর সবাই নিহত হয়।
এই দুটি দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
তথ্যসূত্র:
1. Coast Guard finds wreckage of missing Alaska plane; all 10 on board killed
– https://tinyurl.com/4md9b3cv
2.Missing commuter plane found crashed on Alaska sea ice and all 10 aboard are dead, authorities say
– https://tinyurl.com/2mf9393k