![sakib-20250207215648 copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/sakib-20250207215648-copy-696x362.webp)
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা সাকিব হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। সে শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাকিবের গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।
আটক সাকিব নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের উপজেলা সদস্য এবং লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আটিয়াতলি এলাকার ভূঁইয়া বাড়ির সেলিম ভূঁইয়ার ছেলে।
শহরের আটিয়াতলী এলাকার কয়েকজন বাসিন্দা গণমাধ্যমকে জানিয়েছে, সাকিবের নেতৃত্বে ছিল ‘কিশোর গ্যাং’। সে স্থানীয়ভাবে ‘সাকিব ভাই’নামে পরিচিত। ছোট-বড় সবাইকে তাকে ‘ভাই’বলে সম্বোধন করতে হতো। তার মারধরের শিকার হয়েছেন অনেকে।
তথসূত্র:
১. লক্ষ্মীপুরে ‘কিশোর গ্যাং’ প্রধান ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার
– https://tinyurl.com/2umrmhmk