যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬

0
31

যুদ্ধবিরতির মধ্যে পূর্ব লেবাননে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় ০৮ ফেব্রুয়ারি, শনিবার লেবাননের পূর্বাঞ্চলের বেক্কা অঞ্চলের জেন্নাতা শহরের কাছে শারা এলাকা লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলার ঘটনা ঘটে। দেশটির জাতীয় সংবাদ সংস্থার খবরে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি কার্যকরের পরও বিভিন্ন সময় লেবাননে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননের পূর্বাঞ্চলের বেক্কা উপত্যকায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৩১ জানুয়ারি লেবানন সীমান্তে ইসরায়েলি হামলায় অন্তত দুজন নিহত হয়েছে।

বিমান হামলার সমালোচনা করে হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মাউসাওয়ি বলেন, ‘এটা খুবই বিপজ্জনক লঙ্ঘন এবং ভয়ানক ও স্পষ্ট আগ্রাসন।’ তিনি লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা বন্ধের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি হয়, যা শেষ হয় ২৬ জানুয়ারি। পরে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির প্রথম ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে কথা থাকলেও ইসরায়েল তা মানেনি।


তথ্যসূত্র:
1. Israeli air strike kills six in eastern Lebanon amid fragile ceasefire
– https://tinyurl.com/bd2cpx5v
2. Israeli airstrike kills 6 in eastern Lebanon despite cease-fire
– https://tinyurl.com/2xnewjdk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই গ্ৰুপের সংঘর্ষ; আহত ১৭
পরবর্তী নিবন্ধমোগাদিশু বাহিনীর উপর মুজাহিদদের পাল্টা আক্রমণ: ৮৬ সেনা হতাহত