৩ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি

0
92

গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অধীনে তিন জিম্মিকে ৮ ফেব্রুয়ারি, শনিবার মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা ১৮৩ ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে ।

হামাসের পক্ষ থেকে জিম্মি তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হল- এলি শারাবি, ওহাদ বেন আমি এবং ওর লেভি।

হামাসের পক্ষ থেকে আজ মুক্তি পেতে যাওয়া এই তিনজনের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। তারা জানিয়েছে, এই তিনজনের পরিবারকে ও তাদের স্বজনদের মুক্তির কথা জানানো হয়েছে।

এদিকে, ফিলিস্তিন বন্দি বিষয়ক কমিশন ১৮৩ জন ফিলিস্তিনি বন্দির নাম প্রকাশ করেছে। বন্দিদের মধ্যে ১৮ জন যাবজ্জীবন এবং ৫৪ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া এদের মধ্যে ১১১ জন ফিলিস্তিনি রয়েছে যাদের গাজা থেকে আটক করা হয়। তাদের সবাই পুরুষ। বয়স ২০ থেকে ৬১ বছর।

গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করা হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের জন্য নির্ধারিত ৩ সপ্তাহের সময়সীমায় হামাসের পক্ষ থেকে আরও ৩৩ জন জিম্মি এবং ইসরায়েলের পক্ষ থেকে ১ হাজার ৯০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েল বলছে, ওই ৩৩ জিম্মির মধ্যে ৮ জন মারা গেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় বর্বর হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলি হামলায় গাজার দুই-তৃতীয়াংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।


তথ্যসূত্র:
1. LIVE: Israel begins releasing 183 Palestinians after 3 captives freed
– https://www.aljazeera.com/news/liveblog/2025/2/7/live-3-israelis-183-palestinians-to-be-freed-in-latest-gaza-truce-swap
2.Hamas releases three more Israeli hostages
– https://tinyurl.com/ycytsp9t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমোগাদিশু বাহিনীর উপর মুজাহিদদের পাল্টা আক্রমণ: ৮৬ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার বিচার চাইতে গিয়ে ছাত্রদলের দুই গ্ৰুপের সংঘর্ষ; পথচারী সহ আহত ১০