![kmlngr copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/kmlngr-copy-696x392.webp)
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ‘ভূমিদস্যু ও মানব পাচারকারী’ নুরুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি )রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার করইতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এদিকে নুরুল করিমকে গ্রেপ্তারের খবরে রোববার (০৯ ফেব্রুয়ারি ) সকালে এলাকায় আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা। এ ছাড়া পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী।
ডিবি অফিস সূত্রে গণমাধ্যমকে জানিয়েছে, লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থী হত্যা মামলায় নুরুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে জমি দখল, মানব পাচার ও মানুষের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, নুরুল করিম একসময় ট্রলি চালাত। পরে সৌদি আরব গিয়ে মানব পাচারের সঙ্গে জড়িয়ে পড়ে। তখনকার সময়ে জাল ভিসা দিয়ে মানুষকে বিদেশে নিয়ে কোনো কাজ দিত না। ফলে বাধ্য হয়ে মানুষ দেশে ফেরত আসত। তার কাছে পুরো জেলাসহ ওই এলাকার পাঁচ শতাধিক মানুষ প্রতারণার শিকার হয়েছে। পরে করিম দেশে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়। এরপর করইতলা এলাকায় নামে-বেনামে অনেক মানুষের জমি দখল করে সে।
করাইতলা বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, ‘রাতের অন্ধকারে নুরুল করিম আমার দোকানঘর ভেঙে দখল করে নেন। অনেকের কাছেই গিয়েছি, কেউ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে করিম সবাইকে ম্যানেজ করে ফেলত। করিম মানুষের জমি জবরদখল করে এখন কোটি কোটি টাকার মালিক।’
তথ্যসূত্র:
১.আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
-https://tinyurl.com/2cpsswts