মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে ইমারতে ইসলামিয়ায় নির্মিত হল আরও দু’টি হাসপাতাল

1
88

আফগানিস্তানের নিমরুজ প্রদেশে প্রায় ২৬৮ মিলিয়ন আফগানি ব্যয়ে করে ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ সম্পন্ন হয়েছে। যথাযথ মান বজায় রেখে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে, এটি রোগীদের একাধিক ক্ষেত্রে চিকিৎসা সেবা সরবরাহ করবে বলে জানিয়েছে প্রদেশটির স্থানীয় কর্তৃপক্ষ।

২০১৪ সালে হাসপাতালটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, কিন্তু পূর্ববর্তী প্রশাসনের অবহেলায় দীর্ঘ সময়ের জন্য এর নির্মাণ কাজ স্থগিত হয়ে যায়।

সফলভাবে হাসপাতাল নির্মাণ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দাগণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে এটিকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে তারা বিবেচনা করছেন।


এছাড়া হেলমন্দ প্রদেশের সাঙ্গিন জেলায় নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করেছেন তালিবান জনস্বাস্থ্য মন্ত্রী মৌলভী নূর জালাল হাফিযাহুল্লাহ। এতে ব্যয় হয়েছে প্রায় ২৬ মিলিয়ন আফগানি।

উদ্বোধন অনুষ্ঠানে জনস্বাস্থ্য মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি নাগরিকের নিকট মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে, মানুষের চাহিদা পূরণে মৌলিক পদ্ধতিতে কাজ করতে।

উল্লেখ্য যে, দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণের জন্য দ্রুত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়। এই সকল প্রচেষ্টা ভবিষ্যতে একটি স্বয়ংসম্পূর্ণ ও মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Construction of 100-bed hospital completed in Nimroz
– https://files.fm/u/qwh6f592av
2. Minister of Public Health Inaugurates New Health Center in Helmand
– https://tinyurl.com/2zn2w76d

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে অন্তঃসত্ত্বা নারীকে গুলি করে হত্যা করল দখলদার বাহিনী
পরবর্তী নিবন্ধপূর্ব হিরানে শাবাব মুজাহিদিনের হামলায় ১০০ শত্রু সৈন্য নিহত