যুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

0
31

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপরও যেন থামছেই না সন্ত্রাসী ইসরায়েলের হামলা। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজা উপত্যকায় ০৯ ফেব্রুয়ারি, রবিবার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটি মেডিকেল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, পূর্ব গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। বর্বর এ হামলায় তিন জন বেসামরিক ফিলিস্তিনি মারা গেছে। পরে মৃতদেহগুলো গাজা শহরের ব্যাপটিস্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজা শহরের পূর্বে অবস্থানরত কুয়েত গোলচত্বরে এলাকায় ফিরে আসার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

চিকিৎসা সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আল-কারারায় দখলদার বাহিনীর গুলিতে একজন বৃদ্ধ ফিলিস্তিনি মহিলা নিহত হয়েছেন।

১৯ জানুয়ারী থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও নতুন করে এই মৃত্যু ঘটেছে। এই চুক্তির ফলে ইসরায়েলের গণহত্যা সাময়িকভাবে থামলেও নিরীহ ফিলিস্তিনিদের উপর আগ্রাসন এখনও থামেনি। সন্ত্রাসী এই রাষ্ট্রটির চলমান আগ্রাসনে গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।


তথ্যসূত্র:
1. 4 Palestinians killed by Israeli army fire in Gaza despite ceasefire
– https://tinyurl.com/u3vyrf3j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপূর্ব হিরানে শাবাব মুজাহিদিনের হামলায় ১০০ শত্রু সৈন্য নিহত
পরবর্তী নিবন্ধবিজেপি নেতার দাবীর মুখে দুই দশকের পুরোনো মসজিদ ভেঙে দিল উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন