বিজেপি নেতার দাবীর মুখে দুই দশকের পুরোনো মসজিদ ভেঙে দিল উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন

0
66

বিজেপি নেতার দাবীর মুখে তিন তলা বিশিষ্ট একটি মসজিদ ভেঙে দিল উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী সরকার। গত রবিবার (০৯ ফেব্রুয়ারি) উত্তর প্রদেশের কুশিনগর জেলায় অবস্থিত মাদানি নগর মসজিদটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় উগ্র হিন্দুত্ববাদী সরকার।

গণমাধ্যমের বরাতে জানা যায়, হইকোর্টের দেওয়া ‘স্টে অর্ডার’ শেষ হয় ০৮ ফেব্রুয়ারি। ঠিক তার পরদিনই (০৯ ফেব্রুয়ারি) ভাঙচুর চালায় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন।

ঘটনার সূত্রপাত গত বছরের ১৮ সেপ্টেম্বর। উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা রামবাচান সিং দাবী করে যে, মসজিদটি অবৈধভাবে সরকারি জায়গার উপর নির্মিত। সে উত্তর প্রদেশের মূখ্য মন্ত্রীর পোর্টালে এই বিষয়ে অভিযোগ দায়ের করে।

উগ্রবাদী ওই নেতার দাবির জবাবে মসজিদ কর্তৃপক্ষ বলেন, মসজিদ নির্মাণের ১৫ বছর পূর্বে তারা মসজিদ নির্মাণের জন্য ০.৩২ একর জমি ক্রয় করেছিলেন।

মসজিদ কমিটির পক্ষে জনাব জাকির খান গণমাধ্যমকে জানান, স্থানীয় বাসিন্দা জনাব জাকির হোসাইন এবং আজমতুন্নোসার কাছ থেকে মোট ৩২ শতক জমি মসজিদের জন্য ক্রয় করা হয়। যার মধ্যে ৩০ শতকের উপর মসজিদ নির্মাণ করা হয় এবং মসজিদের আশে-পাশে – ০২ শতক জায়গা খালি রয়েছে।

জাকির খান আরও জানান, যে ব্যক্তি মসজিদের ব্যাপরে অভিযোগ দায়ের করেছে, মসজিদের আশে-পাশে তার কোনো জমি নাই।

তিনি আরও বলেন, ‘কেউ যদি বিজেপির লেটারহেডে মুসলিম স্থাপনার বিরুদ্ধে অভিযোগ দেয় সেই অভিযোগের ভিত্তিতেই একটি ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দেওয়া স্পষ্টতই অবিচার।’

গণমাধ্যমের বরাতে জানা যায়, মসজিদের আশে-পাশের জমির মালিকানা স্থানীয় পুলিশ স্টেশন এবং নগর পলিকার। জেলা প্রশাসকের উপস্থিতে জনসম্মুখে জমিটি পরিমাপ করা হয়। জমির পরিমাপ শেষে প্রশাসন এই সিদ্ধান্তে উপনীত হয় যে মসজিদটি বৈধ জায়গায় অবস্থিত এবং কোনো সরকারী সম্পদের উপর প্রতিষ্ঠিত নয়।

কেবলমাত্র অভিযোগের ভিত্তিতেই মসজিদটি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় মুসলিমরা এবং মসজিদের দায়িত্বশীলরা।

গত দুই দশক ধরে মাদানি মসজিদটি উত্তর প্রদেশের মুসলিমদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিণত হয়েছিল। এটি স্থানীয় মুসলিমদের জন্য প্রধান শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। মসজিদটি পূর্ব উত্তর প্রদেশের ‘তাবলীগ জামায়াতের’ মারকাজ হিসেবেও ব্যবহৃত হত। মসজিদটি ধর্মীয় শিক্ষা ও স্থানীয় মুসলিমদের ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছিল।

মসজিদটি ভাঙার ফলে স্থানীয় মুসলিমদের মাঝে তীব্র ক্ষোভ এবং হতাশার সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিনের পুরোনো মসজিদে ভাঙায় দুঃখ প্রকাশ করেছেন ব্যাপক স্থানীয় মুসলিম।

এর আগেও অবৈধ স্থাপনার নামে একধিক মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে উত্তর প্রদেশের উগ্রবাদী হিন্দুত্ববাদী বিজেপি সরকার। মূলত অবৈধ স্থাপনার নামে মুসলিম স্থাপনা বিশেষকরে মসজিদ, মাদ্রাসাকে লক্ষ্য বস্তুতে পরিণত করাই উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকারের প্রধান লক্ষ্য।


তথ্যসূত্র:
1. UP: Authorities Demolish Mosque after BJP Leader Alleges ‘Encroachment’
– https://tinyurl.com/4xt5jutk
2. UP govt bulldozes Madni mosque after High Court’s stay order expires
– https://tinyurl.com/mr3c5sy8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি সত্ত্বেও দখলদার বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধভারতীয় আগ্রাসন প্রতিরোধে চাপাইনবাগঞ্জ সীমান্তে লংমার্চ; প্রতিবাদে গরু জবাই করে জিয়াফত