![cid-67a9ac2062797 copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/cid-67a9ac2062797-copy-696x392.webp)
ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। ইতোমধ্যে এ আলামত সংগ্রহ করেছে সিআইডি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ।
তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সিআইডির একটি ফরেনসিক টিম ভবনের নিচে এসে এক টুকরো হাড়, এক সেট জামা ও এক জোড়া জুতা সংগ্রহ করেছে। তারা সেগুলো পরীক্ষা করে দেখবে হাড়টি মানুষের কিনা।
এর আগে রোববার (০৯ ফেব্রুয়ারি) আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কি-না এমন সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
তথ্যসূত্র:
১.ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় সংগ্রহ করেছে সিআইডি, চলছে পরীক্ষা-নিরীক্ষা
-https://tinyurl.com/4jvh8d7u