পশ্চিম তীরে দখলদার বাহিনীকে আরও গুলির নির্দেশ, বাড়ছে ফিলিস্তিনিদের লাশের মিছিল

0
51

অধিকৃত পশ্চিম তীরে সেনাদের গুলি চালানোর নির্দেশ বাড়িয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। যার ফলে অঞ্চলটিতে সামরিক অভিযানে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ বলছে, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড পশ্চিম তীরে গাজা যুদ্ধে ব্যবহৃত গুলি চালানোর নীতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। যার কারণে সন্দেহভাজন হোক বা না হোক যেকোনও নিরস্ত্র ফিলিস্তিনিকেই হত্যা করা হচ্ছে। কেন্দ্রীয় কমান্ডার আভি ব্লটের এই নির্দেশ সেনাদের গুলি করা আরও সহজ করে তুলেছে।

পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানে অংশগ্রহণকারী ইসরায়েলি সেনাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে, আভি ব্লট ফিলিস্তিনিদের গ্রেফতার না করে হত্যা করার উদ্দেশে গুলি করার নির্দেশ দিয়েছে।

দখলদার সেনারা বলছে, পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের সাম্প্রতিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া ‘স্বাভাবিক’। কারণ তারা ব্লটের নির্দেশে বিস্ফোরক স্থাপন বা ‘ভূমিতে বিশৃঙ্খলা’ করার সন্দেহে যে কোনও ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করতে পারে।

হারেৎজ সেনাবাহিনীর ইউনিট কমান্ডারদের উদ্ধৃত করে জানিয়েছে, সেনাবাহিনীর পশ্চিম তীর বিভাগের প্রধান ইয়াকি ডলফ, সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে আসা এবং চেকপয়েন্টের দিকে অগ্রসর হওয়া যেকোনোও যানবাহনে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল।

২১ জানুয়ারি থেকে দখলদার ইসরায়েলি বাহিনী জেনিন ও আশপাশের শহর এবং শরণার্থী শিবিরে অভিযান চালায়। এতে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হন। ২৭ জানুয়ারি তুলকারম শহরে নতুন করে হামলায় আরও ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশুও ছিল, যাকে ইসরায়েলি এক স্নাইপার গুলি করে হত্যা করে।

এছাড়াও ৯ ফেব্রুয়ারি, রবিবার পশ্চিম তীরে একটি সামরিক চেকপয়েন্টের দিকে এগিয়ে আসা একটি গাড়িতে দখলদার ইসরায়েলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন।


তথ্যসূত্র:
1. Israel expands shooting orders for soldiers to kill Palestinians in West Bank: Report
– https://tinyurl.com/333y7ch4
2. Israeli army expands shooting orders for soldiers to kill Palestinians in West Bank: Report
– https://tinyurl.com/2mh8zsz2
3. Haaretz Exposé | Israeli Army Expands Open-fire Orders in West Bank, Leading to Surge in Palestinian Civilian Deaths
– https://tinyurl.com/43ejfht5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনাফ নদী থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধশ্রীনগরে আত্মহত্যা করলো এক দখলদার ভারতীয় সৈন্য