যুদ্ধে হারিয়ে যাওয়ার এক বছর পর শিশুকে খুঁজে পেলেন ফিলিস্তিনি বাবা

0
25

ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর হামলা থেকে বাঁচতে গাজার একটি স্কুলে আশ্রয় নিয়েছিল তারিক আবু জাবালের পরিবার। কিন্তু সেখানেও বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে নিহত হন তার স্ত্রী আর হারিয়ে যায় ছেলে মোহাম্মদ। তবে আল্লাহর অশেষ মেহেরবানীতে দীর্ঘ এক বছর পর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ছেলে মোহাম্মদকে ফিরে পান জাবাল।

জাবাল জানান, তিনি যখন ওই স্কুলে তার পরিবারের খোঁজ নিতে যান, তখন জানতে পারেন তার স্ত্রী নিহত হয়েছেন। আর তিনি মোহাম্মদকে কোথাও খুঁজে পাননি।

জাবাল বলেন, ‘আমি জানতাম না সে বেঁচে আছে নাকি শহিদ হয়েছে।’

এক বছর পর, আবু জাবাল একটি টিভি সাক্ষাৎকারে মোহাম্মদকে দেখে চিনতে পারেন। সেখানে তিনি তার ছেলেকে এক ব্যক্তির কোলে দেখেন। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তিই তার ছেলের দেখাশোনা করেছেন।

মোহাম্মদকে খুঁজে পাওয়া ওই ব্যক্তি রাসিম নাভান আলজাজিরাকে বলেন, ‘আমরা যে স্কুলে আশ্রয় নিয়েছিলাম সেখানে বোমা হামলা চালায় দখলদার ইসরায়েলি বহিনী। এতে বহু মানুষ হতাহত হন। তাই আমি স্ত্রী-সন্তান নিয়ে স্কুলটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি যখন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন একটি বাচ্চার কান্নার আওয়াজ পাই এবং সেখানে ছুটে যাই। সেখানে একটি বাচ্চাকে একটি ক্লাসরুমে মৃতদেহের চারপাশে তার মায়ের জন্য কান্না করতে দেখি।’

সেখান থেকে রাসিম ঐ বাচ্ছা এবং তার পরিবার নিয়ে দক্ষিণ গাজায় পালিয়ে যান। এরপর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ২৯ জানুয়ারি উত্তর গাজায় ফিরে আসে তারা।

এরপরই মোহাম্মদের সন্ধান পান তার বাবা তারিক আবু জাবাল। তিনি জানান, মোহাম্মদকে পুনরায় খুঁজে পেয়ে তিনি নতুন করে বাঁচার শক্তি পেয়েছেন।


তথ্যসূত্র:
1. Palestinian father reunites with his lost baby after a year of war
– https://tinyurl.com/3betbdfm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতীব্র প্রতিবাদের মুখে সীমান্ত এলাকা থেকে সিসি ক্যামেরা সরিয়ে নিল বিএসএফ
পরবর্তী নিবন্ধজুলাই আন্দোলনের একমাত্র ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান- দাবি বিএনপি নেতার