![CUMILLA-67ac2a7fea0bd copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/CUMILLA-67ac2a7fea0bd-copy-696x392.webp)
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। তার দাবি, লন্ডনে বসে আন্দোলন সফল করেছে তারেক রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে সে এই দাবি করে।
বক্তৃতার এক পর্যায়ে কামরুল হুদা বলে, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করার ক্ষেত্রে কোনো সমন্বয়ক নয়, একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তিনি লন্ডনে বসে আমাদের দিয়ে এ আন্দোলন সফল করেছেন। তারেক রহমানের নির্দেশে জুলাই-আগস্ট বিপ্লব সফল হয়েছে।’
বিএনপির স্থানীয় এ নেতা আরও বলে, ‘এখন নতুন শব্দ সমন্বয়ক। তারা দাবি করে ৫ থেকে ১০ দিনে নাকি তারা দেশ স্বাধীন করেছে। অথচ, তারেক রহমান লন্ডন থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন সফল করেছেন। এ আন্দোলন ৫ থেকে ১০ দিনের বিক্ষোভের ওপর নির্ভরশীল ছিল না। বরং বহু বছরের ত্যাগ ও সংগ্রামের ফলস্বরূপ সফল হয়েছে। তারা (সমন্বয়ক) ১৯৭১ কে অস্বীকার করতে চায়। ১৯৭১ সালের শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বগাথাই হলো ১৬ ডিসেম্বর।’
এর আগেও এই নেতা তার এক বক্তৃতায় দাবি করেছিল প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত।
বিস্তারিত জানতে পড়ুনঃ
প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহশত নিশ্চিত দাবী বিএনপি নেতার
তথ্যসূত্র:
১. ‘সমন্বয়ক নয়, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান’
-https://tinyurl.com/2rh3ayrr