‘রাজনীতি মুক্ত’ বাকৃবি ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদলের মিছিল; নিরাপত্তাহীনতায় আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা

0
12

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের ২৮ আগস্ট থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)। তবে সম্প্রতি বহিরাগত ছাত্রদল নেতাকর্মীদের দফায় দফায় মিছিল ও শোডাউনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আছে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি ছাত্রদলের নেতা মো. রিপন মিয়া ও সোলেমান হোসেন রুবেলের নেতৃত্বে কেওয়াটখালী থেকে একটি মিছিল ক্যাম্পাসে প্রবেশ করে। মিছিলটি প্রথমে ফার্স্ট গেট থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে শোডাউন করে এবং পরে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের সামনে দিয়ে আবার ফাস্ট গেটের দিকে যায়। একই দিন ছাত্রদলের আরেকটি গ্রুপ আব্দুল জব্বার মোড় থেকে মিছিল বের করে কেআর মার্কেট হয়ে ফার্স্ট গেটের দিকে অগ্রসর হয়।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছে, ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আব্দুল জব্বার মোড়ে জমায়েত হয় এবং পরে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কেআর মার্কেটে গিয়ে মিছিল শেষ করে। ওই মিছিলে চার থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয় এবং বিভিন্ন স্লোগান দেয়। মিছিলে “খালেদা জিয়া, খালেদা জিয়া, একটা দুইটা লীগ ধর, খুনি হাসিনার বিচার চাই” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এর আগেও মিছিল হয়েছে, এ নিয়েও সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তবে আলোচিত মিছিল সম্পর্কে আমাদের আগাম ধারণা ছিল না, এ মিছিলের ব্যাপারে জানতে জানতেই মিছিল শেষ হয়ে যায়। বহিরাগতদের এ ধরনের কার্যক্রম ক্যাম্পাসের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।’


তথ্যসূত্র:
১. বাকৃবিতে বহিরাগতদের মিছিল নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ
– https://tinyurl.com/yd4k76ft

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুলাই আন্দোলনের একমাত্র ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান- দাবি বিএনপি নেতার
পরবর্তী নিবন্ধকাশ্মীরে দুই দখলদার ভারতীয় সেনা নিহত