
খুনি হাসিনার আমলে ‘আয়নাঘর’ হিসেবে ব্যবহৃত হতো এমন তিনটি স্থান পরিদর্শন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) ড. মুহাম্মদ ইউনূস ও ভূক্তভোগী ও কয়েকজন উপদেষ্টা সহ আয়নাঘর পরিদর্শন করে।
পরিদর্শনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্টে বিশেষ ইলেকট্রিক শক চেয়ারের ছবি শেয়ার করেছে। পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘এটি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে।’
তথসূত্র:
১. https://tinyurl.com/mpjf69un
এটা সেই ইলেকট্রিক চেয়ার নয়, যা দিয়ে সাধারণত victim কে শক দেয়া হয়। এটা হল rotating চেয়ার। এখানে মূলত victim কে বসিয়ে অনবরত খুব স্পীডে ঘুরানো হয়। এর যন্ত্রণাও বলার মত না। বমি থেকে শুরু করে অজ্ঞান করার মত বিষয় গুলো এর মাধ্যমেই বাস্তবায়ন করা হয়। আল্লাহ তায়ালা এর সাথে সংশ্লিসট সকল যালিম কে তাদের উপযুক্ত শাস্তি দিন। আরেকটি বিষয় হল আয়নাঘর বলতে সকল সরকারি নিরাপত্তা সংস্থার গোপন বন্দিশালা (যা বিশেষ ভাবে টর্চারের জন্য বানানো) সেগুলোই বুঝান হয়। এটা আলাদা কোন রুমের নাম না।