![479691001_995636509286884_6993271851229016515_n copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/479691001_995636509286884_6993271851229016515_n-copy.webp)
খুনি হাসিনার আমলে ‘আয়নাঘর’ হিসেবে ব্যবহৃত হতো এমন তিনটি স্থান পরিদর্শন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) ড. মুহাম্মদ ইউনূস ও ভূক্তভোগী ও কয়েকজন উপদেষ্টা সহ আয়নাঘর পরিদর্শন করে।
পরিদর্শনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্টে বিশেষ ইলেকট্রিক শক চেয়ারের ছবি শেয়ার করেছে। পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘এটি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে।’
তথসূত্র:
১. https://tinyurl.com/mpjf69un