ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবিতে ৩৩ দিনের আল্টিমেটাম দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা

0
0

ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করার দাবি জানিয়ে মোদি সরকারকে ৩৩ দিনের সময়সীমা বেধে দিয়েছে দেশটির উত্তরাখণ্ডের উগ্র হিন্দুত্ববাদী নেতা শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। আগামী ১৭ মার্চের মধ্যে (৩৩ দিন) সরকার যদি এই ঘোষণা না দেয় তাহলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সে।

চরমপন্থি হিন্দু সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করার। তবে এতদিন এই দাবিকে বিশেষ আমল দেয়নি কেন্দ্রীয় সরকার। যার জেরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলন করে এই হুমকি দিয়েছে শঙ্করাচার্য।

উগ্রবাদী ওই হিন্দু নেতা বলেছে, “আগামী ১৭ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সময় দিলাম। এর মধ্যে ‘গোমাতাকে’ রাষ্ট্রমাতা হিসাবে ঘোষণা করতে হবে। তা যদি না করা হয় তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে। সেখান থেকেই এই দাবিতে আমরা আন্দোলনে নামব। পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে।”

ওই সংবাদ সম্মেলনে উগ্রবাদী ওই হিন্দু নেতা গরু জবাই নিষিদ্ধ করার দাবীও করে।

দীর্ঘ দিন ধরেই এই দাবিতে আন্দোলন করে আসছিল উগ্রহিন্দুত্ববাদী নেতা শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। ২০২৩ সালের ২০ নভেম্বর ‘গোপাল মণি’ নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল ‘গো-ক্রান্তি মঞ্চ’। সেখানে চার শঙ্করাচার্য পীঠের সমর্থনে শুরু হয় এই আন্দোলন। ইতিমধ্যেই এই ইস্যুতে তিনটি গো সংসদ আয়োজিত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত এই ইস্যুতে পদযাত্রাও করেছিল একাধিক উগ্র হিন্দু্ত্ববাদী সংগঠনের সদস্যরা।


তথ্যসূত্র:
1. Shankaracharya issues 33-day ultimatum to govt to ban cow slaughter, declare cow as ‘Rashtra Mata’
– https://tinyurl.com/mryh4ky3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘আয়নাঘর’ থেকে উদ্ধার হলো ‘ইলেকট্রিক চেয়ার’
পরবর্তী নিবন্ধসারা দেশে ৮০০ চেয়েও বেশি আয়নাঘর ছিল: প্রধান উপদেষ্টার প্রেস সচিব