তালিবান প্রশাসন ও তুর্কি কোম্পানির মধ্যে মার্বেল খনি সংশ্লিষ্ট ৬.২ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

0
21

কান্দাহার প্রদেশের দারা-ই-নূর অঞ্চলে মার্বেল পাথর অনুসন্ধান, আহরণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য একটি তুর্কি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়। এই চুক্তির মূল্য ৬.২ মিলিয়ন মার্কিন ডলার এবং মেয়াদ ১০ বছর।

তালিবান খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রী হেদায়াতুল্লাহ বদরি হাফিযাহুল্লাহ এবং তুর্কি এমি ওগলু কোম্পানির মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আফগানিস্তানের খনিজ সম্পদ খাতের উন্নয়নে তালিবান সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেছেন মন্ত্রী বদরি হাফিযাহুল্লাহ। তিনি জানান, ইমারতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর থেকে মার্বেল খনি সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষর করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। স্বচ্ছতা ও দক্ষতার সাথে এই সকল প্রকল্প এগিয়ে চলছে। আফগান প্রাকৃতিক সম্পদ থেকে উপকৃত হতে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তিনি বর্ণনা করেছেন।

মার্বেল, তেল ও গ্যাস উত্তোলন প্রকল্পে ৫ দশকের অভিজ্ঞতা রয়েছে উক্ত তুর্কি কোম্পানির। কোম্পানির ভাইস চেয়ারম্যান আশ্বস্ত করেন যে, চুক্তিটির ফলে আফগান মার্বেল বিশ্ব বাজারে বিস্তার লাভ করবে, তা বিশেষ ক্রেতাদের আকৃষ্ট করবে।

প্রকল্পটি শত শত কর্মসংস্থান তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আফগানিস্তানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও খনিজ সম্পদ খাতের সম্প্রসারণে ইমারতে ইসলামিয়ার প্রচেষ্টার অংশ হিসেবে চুক্তিটি বিবেচনা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Afghanistan, Turkey Sign $6.2M Kandahar Marble Mining Deal
– https://tinyurl.com/2b9k6zwp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে আওয়ামীলীগের হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা করা হয়েছে ১৪০০ জনেরও বেশি লোককে, ১২-১৩ শতাংশ ছিল শিশু- জাতিসংঘ