সোমালিয়া জুড়ে দখলদার ও মোগাদিশু বাহিনীর উপর হামলা বাড়িয়েছে আশ-শাবাব

0
44

সাম্প্রতিক সময়ে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার জালাজদুদ, বানাদির, শাবেলী এবং হিরানে দখলদার বাহিনী এবং পশ্চিমা সমর্থিত মোগাদিশু সেনাবাহিনীকে লক্ষ্য করে সামরিক অপারেশন বাড়িয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে প্রতিনিয়ত হতাহতের শিকার হচ্ছে শত্রু বাহিনী।

আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ১২ ফেব্রুয়ারি বুধবার, বানাদির অঞ্চলের গুবতা এলাকা এবং রাজধানী মোগাদিশুর তিদাত এলাকায় ২টি পৃথক অপারেশন চালিয়েছেন। এলাকা দু’টিতে মুজাহিদদের ভারী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মোগাদিশু সরকার সমর্থিত গুরগুর্ত মিলিশিয়ারা। ফলে অভিযানগুলোতে বহু সংখ্যক মিলিশিয়া সদস্য হতাহতও হয়েছে, যাদের মধ্যে ১ সেনার মৃতদেহ ফেলে রেখেই পালিয়েছে গুরগুর্ত মিলিশিয়ারা।

এদিন জালাজদুদ রাজ্যের জারার ধীর শহরের উপকন্ঠে ফারাহ আদেন এলাকায় আশ-শাবাব বাহিনী এবং সরকারি মিলিশিয়াদের মধ্যে তীব্র লড়াই সংঘটিত হয়েছে। এই যুদ্ধগুলির ফলে মোগাদিশু বাহিনী ও একে সমর্থনকারী মিলিশিয়ারা ভারী পরাজয়ের শিকার হয়েছে। ফলশ্রুতিতে শত্রু বাহিনীতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

এদিকে গত ১১ ফেব্রুয়ারি রাতে, শাবেলি রাজ্যের বুউল মারির জেলার অন্তর্গত গোলওয়েন এলাকায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকাটিতে অবস্থিত দখলদার উগান্ডান সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা হামলা চালালে এই লড়াই শুরু হয়। প্রচণ্ড লড়াইয়ে আশ-শাবাবের হাতে বেশ কিছু উগান্ডান সৈন্য হতাহত হয়েছে বলেও জানা গেছে।

এমনিভাবে হিরান অঞ্চলের বুলুবার্দি জেলায় মোগাদিশু বাহিনী ও মিলিশিয়াদের সমন্বিত বাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের ভারী এই অভিযানে মিলিশিয়াদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য যে, সোমালি ভূখণ্ড জুড়ে বিদেশি দখলদার বাহিনী এবং মোগাদিশু বাহিনীকে লক্ষ্য করে মুজাহিদদের তীব্র আক্রমণ অব্যাহত রয়েছে। ফলে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনীর পাশাপাশি দখলদার দেশগুলোর সামরিক বাহিনীগুলোও মুজাহিদদের এসকল অভিযানে ভারী ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3wexw3px
– https://tinyurl.com/bdhj2k92

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যা করা হয়েছে ১৪০০ জনেরও বেশি লোককে, ১২-১৩ শতাংশ ছিল শিশু- জাতিসংঘ
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলি আগ্রাসনে গাজার ৮৫% পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে