২০২৪ সালে রেকর্ড সংখ্যক সাংবাদিক নিহত, অধিকাংশ দায় সন্ত্রাসী ইসরায়েলের

0
10

সাংবাদিকতার জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক বছরগুলোর একটি হয়ে উঠেছিল ২০২৪ সাল। আর গত বছর নিহত হওয়া সাংবাদিকদের মধ্যে প্রায় ৭০ শতাংশের প্রাণহানির জন্য দায়ী দখলদার ইসরায়েল।

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বের ১৮টি দেশে নিহত হয়েছেন অন্তত ১২৪ জন সাংবাদিক। বিশ্বে এর আগে কখনও এক বছরে এত সংখ্যক সাংবাদিক নিহত হওয়ার রেকর্ড নেই।

বিবৃতিতে বলা হয়েছে, নিহত এই ১২৪ জনের মধ্যে ৮৫ জনের প্রাণহানির জন্য দায়ী ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী, নিহতদের শতকরা হিসেবে এই হার প্রায় ৭০ শতাংশ। এই ৮৫ জনের অধিকাংশই গাজায় ইসরায়েলি আগ্রাসনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন।

তবে ফিলিস্তিনি সূত্র মতে, ৭ অক্টোবর ২০২৩ থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত গাজায় মোট ২০৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।

হত্যার পাশাপাশি এসব ঘটনার তদন্ত না করা, সাংবাদিকদের ওপর দোষ চাপানো এবং হত্যায় সংশ্লিষ্টদের বিচারের আওতায় না আনার মতো গুরুতর অভিযোগও রয়েছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ।

সিপিজের প্রধান নির্বাহী জোডি গিন্সবার্গ এক বার্তায় বলেন, “ইতিহাসের এই মুহূর্তে আমরা সবচেয়ে বিপজ্জনক সময় পার করছি। গাজার যুদ্ধ সাংবাদিকদের ওপর অভূতপূর্ব প্রভাব ফেলেছে এবং সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক দৈন্যদশা আরও একবার আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

কমিটি জানিয়েছে, তারা আরো ২০টি হত্যাকাণ্ডের তদন্ত করছে যেখানে তারা বিশ্বাস করে যে সন্ত্রাসী ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করেছে। ২০২৫ সালে এখনো পর্যন্ত ছয়জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Israel killed majority of record number of journalists slain in 2024: CPJ
– https://tinyurl.com/2wbzpcsh
2.Record number of journalists killed in 2024, Israel mostly responsible, CPJ says
– https://tinyurl.com/4vj2k6pw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতির পর থেকে সন্ত্রাসী ইসরায়েলের হাতে নিহত ১১৮ ফিলিস্তিনি, আহত ৮২২
পরবর্তী নিবন্ধদেশের ২৪ সাংবাদিকের ব্যাংক একাউন্টে ১২৬৮ কোটি টাকা লেনদেন; সর্বোচ্চ ১০৪২ কোটি ও দ্বিতীয় সর্বোচ্চ কালবেলার সন্তোষ শার্মার ৫৮ কোটি