লেবাননে বাড়িঘর ও খামার পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী ইসরায়েল

0
2

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়িঘর ও একটি খামার পুড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।

লেবাননের বার্তা সংস্থা এনএএনএ জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী আল-আদাইসাহ শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

দখলদার বাহিনী বিনতে জাবিল শহরের উপকণ্ঠে গুলি চালায় এবং আইতা আল-শাব সীমান্তবর্তী এলাকায় একটি খামারে বিস্ফোরণ ঘটায়।

এর আগে ৯ ফেব্রুয়ারি, রবিবার মধ্য লেবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।

গত সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাসের পারস্পরিক হামলার অবসান ঘটে। ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় লেবাননে নারী-শিশুসহ প্রায় ৯০০ জন নিহত ও আহত হয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার সম্পন্ন করার কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকৃতি জানায়। এরপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দেয় দখলদার ইসরায়েল।


তথ্যসূত্র:
1. Israeli forces burn houses in southern Lebanon amid ceasefire violations
– https://tinyurl.com/5xemwmbb
2. Israeli forces burn houses in southern Lebanon amid ceasefire violations
– https://tinyurl.com/4nphzv5e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভুক্তভোগীদের সাথে নিয়ে ‘আয়নাঘর’উন্মোচন করলো অন্তর্বর্তী সরকার; দেখুন ছবিতে