হামাসের হুঁশিয়ারির পর ৮ শতাধিক ত্রাণের ট্রাক ছাড়তে বাধ্য হলো দখলদার ইসরায়েল

0
179

হামাসের এক হুঁশিয়ারির কারণে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ত্রাণবাহী অন্তত ৮০০ ট্রাক প্রবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে। গাজা উপত্যকার স্থানীয় সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এতদিন এসব ট্রাককে গাজায় প্রবেশ করতে দিচ্ছিল না; যদিও গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে এসব ট্রাককে গাজায় ঢোকার অনুমতি দেয়ার কথা ছিল।

গত ৮ ফেব্রুয়ারি, শনিবার তিন ইহুদিবাদী পণবন্দিকে মুক্তি দেয়ার পর হামাস জানিয়েছিল, তারা চুক্তি অনুযায়ী পরবর্তী শনিবার, ১৫ ফেব্রুয়ারি প্রতিশ্রুত তিনজন বন্দিকে মুক্তি দেবে না। এর কারণ হিসেবে হামাস বলেছিল, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে গাজায় হত্যাকাণ্ড বন্ধ করছে না এবং উপত্যকায় ত্রাণবাহী ট্রাকও ঠিকমতো প্রবেশ করতে দিচ্ছে না। হামাস আরো বলেছিল, তেল আবিব যদি তার প্রতিশ্রুতি পালন করে তাহলে তারা বন্দি মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন গাজায় ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করার অনুমতি দেয়ার কথা ছিল। কিন্তু হামাসের হুমকির পর বৃহস্পতিবার একদিনেই প্রবেশ করেছে ৮০১টি ট্রাক।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু করে সন্ত্রাসী ইসরায়েল। এর ১৫ মাস পর গত ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় তেল‌ আবিব। সেদিনের পর থেকে পরবর্তী ৪২ দিন পর্যন্ত ওই চুক্তির মেয়াদ চলাকালে কোনো গোলাগুলি করবে না বলে স্বীকার করেছিল তেল আবিব। কিন্তু ১৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত গাজায় দখলদার সেনাদের গুলিতে ১১৮ জন ফিলিস্তিনি নিহত ও ৮২২ জন আহত হন।


তথ্যসূত্র:
1. Hamas says it will free 3 more hostages. That could resolve its ceasefire dispute with Israel
– https://tinyurl.com/y4yx6k2s
2.Israel is forced to allow over 800 aid trucks into Gaza
– https://tinyurl.com/2vr2ps6k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইথিওপীয় সেনা কনভয়ে আশ-শাবাবের হামলা: নিহত ৩ সেনা, আহত ৮
পরবর্তী নিবন্ধকাশ্মীরি মুসলিমের বাড়ি বাজেয়াপ্ত করলো দখলদার ভারতীয় বাহিনী