বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ৫ কৃষককে পেটালো বিএসএফ; গ্ৰামবাসীর ধাওয়ায় পালিয়ে গেল

0
91

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পিটিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই সীমান্তের ৯৩০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৮ নম্বর সাব পিলারের পাশে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণানন্দবকসী গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফকে ধাওয়া দিলে তারা দৌড়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। শতশত জনতা লাঠিসোটা হাতে সীমান্তে অবস্থান করে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে সীমান্ত থেকে সরিয়ে দেয়।

বিএসএফের হামলায় আহত পাঁচ কৃষক হলেন- কৃষ্ণানন্দবকসী গ্রামের মৃত ইসরাইলের ছেলে সামছুল হক (৫৫), মৃত খোকা মাহমুদের ছেলে জাবেদ আলী (৬০), মোন্নাফ হোসেনের ছেলে কাশেম আলী (৪৮), মৃত মুকুল ইসলামের ছেলে রিপন মিয়া (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজুল ইসলাম (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, দুপুরে তারা ১০-১২ জন কৃষক সীমান্তের শূন্য রেখার কাছাকাছি তাদের চাষ করা ভুট্টা, মরিচ ও আলুর খেতে কাজ করছিলেন। এ সময় ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের ৮-১০ জন সদস্য ভারতীয় হরিদাশ খামার গ্রামের কাঁটাতারের ৩নং গেট খুলে শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে।

বিএসএফ শূন্য রেখা অতিক্রম করায় কৃষকরা তাদেরকে নিষেধ করেন। এ সময় বিএসএফ সদস্যরা কৃষকদের অকথ্য গালাগালি করতে করতে তাদের ওপর চড়াও হয় এবং লাঠি দিয়ে পেটানো শুরু করে। প্রাণভয়ে কৃষকরা গ্রামের দিকে দৌড় দিলে বিএসএফ সদস্যরা তাদের পিছু নিয়ে গ্রামের ভিতরে ঢুকে পরে। পরে গ্রামবাসী একজোট হয়ে বিএসএফদের ধাওয়া দিলে তারা পালিয়ে কাঁটাতারের ভিতরে চলে যায়।


তথ্যসূত্র:
১.বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে পেটাল বিএসএফ
-https://tinyurl.com/bv6ctrb9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচালু হওয়ার দ্বারপ্রান্তে আফগানিস্তানের প্রথম ২০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল
পরবর্তী নিবন্ধআমেরিকা পালানোর সময় আটক আওয়ামী লীগ নেতা