মালিতে মুজাহিদদের হামলায় ১৬ মিলিশিয়া নিহত, ২টি সেনা ঘাঁটি বিজয়

0
44

মালির কেন্দ্রস্থলে অবস্থিত সেগো এবং কুলিকোরো রাজ্যে ২টি পৃথক অভিযান পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা।

সূত্রমতে, গত বুধবার, ১২ ফেব্রুয়ারী, দেশের কেন্দ্রস্থলে অবস্থিত সেগো রাজ্যের মাসিনা সার্কেলের একটি গ্রামে হামলা চালিয়েছেন জেএনআইএম সংশ্লিষ্ট কাতিবা মাসিনা বিগ্রেডের মুজাহিদিনরা। এতে স্থানীয় ডোজো মিলিশিয়া বাহিনীর অন্তত ১৬ সদস্য নিহত এবং আরও অনেক সদস্য আহত হয়। এছাড়াও আরও কিছু মিলিশিয়া সদস্যকে মুজাহিদিনরা বন্দী করে নিয়ে যান। এসময় মিলিশিয়াদের বেশ কিছু গাড়ি ও অবস্থান মুজাহিদিনরা গুড়িয়ে দেন। সেই সাথে তাদের অস্ত্র মুজাহিদিনরা জব্দ করেন।

হামলার কারণ হিসাবে জানা যায়, এই মিলিশিয়ারা জান্তা বাহিনীর সমর্থনে সেগো রাজ্যের সালোবার কমিউনিটির বেশ কিছু এলাকায় হামলা ও লুটতরাজ চালাচ্ছিল। এই কমিউনিটির সাথে যুক্ত এলাকাগুলোর স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে মুজাহিদদের সমর্থন দিয়ে আসছিলেন এবং নিজেদের অঞ্চলে শরিয়াহ্ শাসন ফিরিয়ে আনছিলেন।

উক্ত অভিযানের একদিন পর, বৃহস্পতিবার সকালে, জেএনআইএম মুজাহিদিনরা কুলিকোরো অঞ্চলের জান্তিগুইলা এলাকায় জান্তা বাহিনীর অবস্থানে অতর্কিত আক্রমণ চালান। এসময় মুজাহিদিনরা জান্তা বাহিনীর দুটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেন। জেএনআইএম’ পরবর্তীতে হামলার বিষয়টি নিশ্চিত করে, তবে জান্তা বাহিনীতে হতাহতের সুনির্দিষ্ট কোনও সংখ্যা নিশ্চিত করেনি।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3t2mabph

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমেরিকা পালানোর সময় আটক আওয়ামী লীগ নেতা
পরবর্তী নিবন্ধলন্ডনে পবিত্র কোরআন পোড়ানোর সময় এক ব্যক্তিকে পিটুনি