লন্ডনে পবিত্র কোরআন পোড়ানোর সময় এক ব্যক্তিকে পিটুনি

0
59

যুক্তরাজ্যের লন্ডনে তুর্কি দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়াতে গিয়ে ছুরিকাঘাত ও গনপিটু্নির শিকার হয়েছে এক ব্যক্তি। ১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলের দিকে সে কোরআনে আগুন ধরিয়ে দিলে রাস্তা থেকে এক ব্যক্তি দৌড়ে এসে মারধর করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এক ব্যক্তি দূতাবাসের সামনে একটি বইয়ে আগুন লাগায়। এই সময়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ছুরি নিয়ে তার দিকে তেড়ে যান। এই ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হুডি পরা এক ব্যক্তি তুর্কি দূতাবাসের নিরাপত্তা বেড়ার বাইরে দাঁড়িয়ে পবিত্র কোরআনে আগুন দিচ্ছে। তার হাতেই কোরআনটি জ্বলছিল। এ সময় হঠাৎ এক ব্যক্তি ছুরি উঁচিয়ে তার দিকে ছুটে আসেন। ওই ব্যক্তি দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। এরপর ছুটে আসা ব্যক্তি তাকে এলোপাতাড়ি লাথি মারতে থাকেন এবং ছুরি দিয়ে আঘাত করেন। এর পর পথচারিরাও কোরআন পোড়াতে যাওয়া ঐ দুষ্কৃতিকারী ব্যক্তিকে লাথি মারতে থাকে। তুর্কি দূতাবাস পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।


তথ্যসূত্র:
1. Man attacked with knife after burning Quran near Turkish consulate in London
– https://tinyurl.com/yvkff6ka
2. Man Burning Quran Outside Turkish Consulate In London Attacked By Knife | Video
– https://tinyurl.com/muhm3wwx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে মুজাহিদদের হামলায় ১৬ মিলিশিয়া নিহত, ২টি সেনা ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধকাশ্মীরে অবরোধ ও তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী