![CASO copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/CASO-copy-696x388.webp)
দখলদার ভারতীয় বাহিনী মুসলিম ভূখণ্ড কাশ্মীরে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবং স্বাধীনতাকামী কাশ্মীরিদের দমন করতে আবারও অবরোধ ও তল্লাশি অভিযান চালাচ্ছে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের কুপওয়ারা জেলার বান্দি মহল্লা ও চান্নিপুরা এলাকায় এই অভিযান চালায়।
ভারত প্রতিনিয়তই সেখানে এ ধরনের অভিযান পরিচালনা করে। এসব অভিযানের সময় সেনারা পুরো এলাকা ঘিরে ফেলে এবং ঘরবাড়িতে ঢুকে ব্যাপক তল্লাশি চালায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা।
ভারতীয় বাহিনীর নিয়মিত এমন বর্বর অভিযানের ফলে কাশ্মীরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিরপরাধ জনগণকে ভয়ভীতি প্রদর্শন, ঘরবাড়ি তছনছ করা এবং পরিকল্পিতভাবে স্বাধীনতাকামীদের ওপর দমন-পীড়ন চালানো ভারতীয় বাহিনীর একটি নিয়মিত কৌশলে পরিণত হয়েছে।
তবে, কাশ্মীরের জনগণ শত দমন-পীড়ন সত্ত্বেও তাদের স্বাধীনতার দাবি থেকে একচুলও পিছিয়ে আসেনি। তাদের আত্মত্যাগ ও সংগ্রাম ভারতের সকল দমননীতি ব্যর্থ করে একদিন কাশ্মীর স্বাধীন হবে—এই বিশ্বাসেই তারা প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র:
1. Indian troops launch CASO in Kupwara
– https://tinyurl.com/my6v7v8s