৭৩৭.৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ শুরু করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
67

আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তঃদেশীয় সংযোগ জোরদার করতে কান্দাহার-হেরাত ৭৩৭.৫ কিলোমিটারের দীর্ঘ একটি রেলপথ নির্মাণ কাজ শুরু করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

গত ১৬ ফেব্রুয়ারি ইমারতে ইসলামিয়া প্রশাসন এক প্রতিবেদনে জানিয়েছে যে, এই প্রকল্পের জন্য মোট ২৬৪ মিলিয়ন আফগানি বাজেট বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভি মুহাম্মদ ইসহাক সাহিবজাদা হাফিযাহুল্লাহ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, প্রকৌশলী এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেন, এই রেলপথ নির্মাণ আফগানিস্তানের বাণিজ্য ও পরিবহন খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি আনবে। তিনি আরও জানান, ইতোমধ্যে ইরান থেকে হেরাত হয়ে কান্দাহার এবং স্পিন বোলদাক পর্যন্ত রেললাইন সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে, আফগানিস্তান দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে গড়ে উঠবে। এর মাধ্যমে দেশটির আমদানি-রপ্তানি ব্যবস্থা সহজ হবে এবং পণ্য পরিবহনের ব্যয় কমবে।

এটি ইমারতে ইসলামিয়া সরকারের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে চালিত একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম।


তথ্যসূত্র:
1. Design of Kandahar-Herat Railway Line Kicks off
– https://tinyurl.com/29tass55

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘রাজনৈতিক স্বার্থে’ জিম্মি বিনিময়ের দ্বিতীয় ধাপে বাধা দিচ্ছে নেতানিয়াহু!
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে প্রায় ১০০০ ‘অবৈধ’ বাড়ি নির্মাণ করবে দখলদার ইসরায়েল