পশ্চিম তীরে প্রায় ১০০০ ‘অবৈধ’ বাড়ি নির্মাণ করবে দখলদার ইসরায়েল

0
32

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রায় এক হাজার ‘অবৈধ’ বসতি স্থাপনা নির্মাণের পরিকল্পনা করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে অবস্থিত একটি কৌশলগত এলাকা ইফ্রাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে দখলদার দেশটির সরকার।

জানা গেছে, এসব এলাকায় ৯৭৪টি আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে সন্ত্রাসী ইসরায়েলের। ইসরায়েলি ওয়াচডগ পিস নাউয়ের তথ্য অনুসারে, নতুন এসব আবাসন তৈরির ফলে ওই অঞ্চলে বাসিন্দাদের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পাবে।

আল জাজিরা বলছে, ইফ্রাত বসতির ফলে দক্ষিণে একটি পরিকল্পিত বেথলেহেমে মেট্রোপলিসের বিকাশ বাধাগ্রস্ত হবে। ইসরায়েল যদি এলাকাটিকে সংযুক্ত করতে চায়, তবে এটি সমগ্র দক্ষিণ পশ্চিম তীরের অংশের সঙ্গে বিচ্ছিন্ন হবে।

পিস নাউ বলেছে, যখন ইসরায়েলের জনগণ জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের সমাপ্তির দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করছে, তখন নেতানিয়াহু সরকার উল্টো উস্কানিমূলক কাজ করছে। তারা এমন তথ্য প্রতিষ্ঠা করতে চাচ্ছে যা শান্তি ও সমঝোতার সুযোগকে ধ্বংস করবে।

ইসরায়েলের গৃহায়ণমন্ত্রী জিভ এলকিন এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী দৃষ্টিভঙ্গি কার্যকরের জন্যই পশ্চিম তীরে ইহুদি উপস্থিতি জোরদার করা জরুরি। গৃহায়ণ মন্ত্রণালয়ের এ ঘোষণায় ফুসে উঠেছে ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়াহ এর নিন্দা জানিয়েছেন। দখলদার ইসরায়েলের এই বসতি নির্মাণকে ফিলিস্তিনিদের ওপর ‘আগ্রাসন’ বলেও বর্ণনা করেছেন। ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় অবৈধভাবে পশ্চিম তীর দখল করে সন্ত্রাসী ইসরায়েল। পশ্চিম তীরে বর্তমান প্রায় পৌনে পাঁচ লাখ ইহুদির বাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটাকে অবৈধ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া এই পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে।


তথ্যসূত্র:
1. Israel approves construction of 1,000 new settler homes in the West Bank
– https://tinyurl.com/mutmjphr
2. Watchdog says plans advancing for nearly 1,000 more settler homes in West Bank
– https://tinyurl.com/r52j9wes

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৭৩৭.৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ শুরু করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান
পরবর্তী নিবন্ধবেনিনে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আল-কায়েদা: ৮ সেনা নিহত