বেনিনে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আল-কায়েদা: ৮ সেনা নিহত

0
129

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের অভিযান পরিচালনা করছেন আল-কায়দা ইসলামিক মাগরিবের সামরিক শাখা ‘জেএনআইএম’। এতে অন্তত ৮ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকার তথ্য অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি, শনিবার,
নাইজার সীমান্তে বেনিনের উত্তরে কারিমামা এলাকায় দেশটির সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে বেনিনিজ সেনাবাহিনী ও মুজাহিদদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্রমতে, বেনিনিজ সেনাবাহিনী মুজাহিদদের তীব্র আক্রমণের ফলে দীর্ঘক্ষণ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি। বরং সেনাবাহিনী সামরিক ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয়। এরমধ্য দিয়ে সামরিক ঘাঁটি সম্পূর্ণরূপে মুজাহিদদের নিয়ন্ত্রণে চলে আসে। তবে বেনিনিজ সৈন্যরা পালানোর আগেই ‘জেএনআইএম’ মুজাহিদিন কর্তৃক পরিচালিত এই অভিযানে কমপক্ষে ৮ শত্রু সৈন্য নিহত হয়।

সামরিক ঘাঁটি থেকে মুজাহিদদের অর্জিত গনিমতের একাংশ

সামরিক ঘাঁটিতে অপারেশনের তথ্য নিশ্চিত করে জেএনআইএম এক বিবৃতিতে জানিয়েছে যে, অভিযান শেষে মুজাহিদিনরা বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ গনিমত হিসাবে অর্জন করেছেন। এসকল গনিমতের মধ্যে রয়েছে, ২টি 81/82mm মর্টার, ২টি W-85 ভারী মেশিনগান, ২টি RPG-69 রকেট লঞ্চার, ৩টি আর্সেনাল MG-1M মেশিনগান, ৭টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল, T69-1 অ্যান্টি-ট্যাঙ্ক RPG প্রজেক্টাইল, M203 গ্রেনেড লঞ্চার এবং গোলাবারুদ ও বুলেট ভর্তি ২৩টি বাক্স।

উল্লেখ্য যে, সম্প্রতি উত্তর বেনিনে সেনাবাহিনীর উপর আক্রমণ বৃদ্ধি করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট মুজাহিদিনরা। সেই ধারাবাহিকতায় চলতে বছর এখন পর্যন্ত অঞ্চলটিতে ৫টি হামলা চালিয়েছেন মুজাহিদিনরা। জেএনআইএম বর্তমানে বুরকিনা ফাসো, মালি টোগো এবং বেনিন হয়ে গিনি উপসাগর অঞ্চলে তার উপস্থিতি প্রসারিত করছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/64wzdae5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে প্রায় ১০০০ ‘অবৈধ’ বাড়ি নির্মাণ করবে দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধক্রসফায়ারের ভয় দেখিয়ে আটক কয়েদির স্ত্রীকে রোযা ভাঙিয়ে ধর্ষণ করতো র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তা