পাকিস্তানে সামরিক কনভয়ে টিটিপির অতর্কিত আক্রমণ: ৭ সেনা নিহত

0
60

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর কনভয়ে আইইডি বিস্ফোরণের ঘটনায় ২টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, গত ১৭ ফেব্রুয়ারি সোমবার, খাইবার পাখতুনখোয়া অঞ্চলের ডেরা ইসমাইল খান প্রদেশে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মুজাহিদিনরা। পাকিস্তান সেনাবাহিনীর একটি সামরিক কনভয় লক্ষ্য করে প্রদেশের কালাচি জেলার লোনি পুল এলাকায় পরপর দুটি আইইডি বিস্ফোরণের মাধ্যমে এই হামলাটি চালানো হয়েছে।

টিটিপি মুজাহিদদের উক্ত আইইডি বিস্ফোরণে পাকিস্তান সেনাবাহিনীর ১টি সাঁজোয়া যান এবং ১টি ট্যাঙ্ক সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ফলশ্রুতিতে ঘটনাস্থলেই পাকিস্তান সামরিক বাহিনীর ৭ সৈন্য নিহত এবং আরও বেশ কয়েকজন সৈন্য আহত হয়।

সূত্রমতে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) তাদের কমান্ডার এবং ডেরা ইসমাইল খানের ছায়া গভর্নর সাকিব গন্ডাপুরীর শাহাদাতের প্রতিশোধ নিতে এই অভিযানটি পরিচালনা করছেন। এই অভিযানের একদিন আগে পাকিস্তান সেনাবাহিনীর একটি হামলায় শাহাদাত বরণ করেছিলেন কমান্ডার সাকিব গন্ডাপুরী (রহমাতুল্লাহি আলাইহি)।


তথ্যসূত্র:
١. پاکستاني طالبانو دېره اسماعيل خان کې د پوځ يو زغروال ټانګ په ماين الوځولی
– https://tinyurl.com/mtdb6j6r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসরকারি মিডিয়া সেন্টারে ইমারতে ইসলামিয়া’র বিদ্যুৎ বিভাগের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ
পরবর্তী নিবন্ধরাজধানী মোগাদিশুর উত্তরে শাবাবের তীব্র আক্রমণে অন্তত ৬০ শত্রু সেনা হতাহত