রাজধানী মোগাদিশুর উত্তরে শাবাবের তীব্র আক্রমণে অন্তত ৬০ শত্রু সেনা হতাহত

0
66

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর উত্তরে সম্প্রতি ভারী যুদ্ধ শুরু হয়েছে। অঞ্চলটিতে আশ-শাবাব মুজাহিদিনদের তীব্র আক্রমণে পশ্চিমা সমর্থিত মোগাদিশু বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে।

সোমালিয়ার রাজধানীর উত্তরে অবস্থিত মধ্য শাবেলী রাজ্যের বালকাদ জেলা। গত ১৪ ফেব্রুয়ারী সকাল থেকে জেলাটির উপকন্ঠে শাবাব মুজাহিদিন নিয়ন্ত্রিত এলাকায় দখলদার বাহিনীর সহায়তায় নতুন করে সামরিক আগ্রাসন চালাতে শুরু করেছে মোগাদিশু বাহিনী। এর প্রতিক্রিয়ায় হারাকাতুশ শাবাব মুজাহিদিনরাও মোগাদিশু বাহিনীর উপর পাল্টা তীব্র আক্রমণ চালাতে শুরু করেছেন।

আঞ্চলিক সূত্রমতে, বালকাদ শহরের উপকণ্ঠে সংঘটিত প্রথম দিনের কয়েক ঘন্টার যুদ্ধে মুজাহিদদের হামলায় মোগাদিশু বাহিনীর অন্তত ১৪ সৈন্য নিহত এবং আরও ২১ এরও বেশি সৈন্য আহত হয়েছে। এদিন মুজাহিদদের হামলায় প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর মোগাদিশু বাহিনী সন্ধ্যা নাগাদ পিছু হটতে বাধ্য হয়। পরের দিন আরও শক্তি নিয়ে শহরের উপকণ্ঠে আক্রমণ চালাতে শুরু করে মোগাদিশু বাহিনী। এদিনও মুজাহিদিনরা তীব্র পাল্টা আক্রমণ চালাতে শুরু করলে ভারী ক্ষয়ক্ষতির শিকার হয় মোগাদিশু বাহিনী, হতাহত হয় অনেক শত্রু সৈন্য।

এরই ধারাবাহিকতায় গত ১৬ ফেব্রুয়ারী বিকাল বেলায় শহরটিতে পুণরায় সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করে মোগাদিশু বাহিনী। এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা আরও শক্তি নিয়ে মোগাদিশু বাহিনীর উপর ভারী আক্রমণ চালান। মুজাহিদদের এদিনের তীব্র আর জটিল আক্রমণে দিকভ্রান্ত হয়ে পড়ে মোগাদিশু বাহিনী।

এসময় মুজাহিদদের পাল্টা আক্রমণে মোগাদিশু সামরিক বাহিনীর উচ্চপদস্থ অফিসার ও সৈন্য সহ অন্তত ৬০ সৈন্য হতাহত হয়েছে। ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে মোগাদিশু বাহিনীর অনেক সামরিক যান ও সরঞ্জাম। সর্বশেষ তৃতীয় দিনেও ভারী এই ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর মোগাদিশু বাহিনী শাবাব মুজাহিদিনের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে সন্ধ্যার আগেই পিছু হটতে বাধ্য হয়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/nhcpjk9x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে সামরিক কনভয়ে টিটিপির অতর্কিত আক্রমণ: ৭ সেনা নিহত
পরবর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানে মাদরাসা ও স্কুল একসঙ্গে এগিয়ে যাবে: আমীরুল মুমিনিন