২৬৬ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করলো দখলদার ইসরায়েল

0
49

যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দখলদার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে যে, গাজা উপত্যকায় ইসরায়েল ২৬৬ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি ১৯ জানুয়ারী কার্যকর হয়েছিল এবং এখনও অব্যাহত রয়েছে।

দখলদার ইসরায়েলের এই ধরনের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ১৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি গোলাবর্ষণ এবং সেখানে অভিযানের কারণে ৯০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তবে, মধ্য গাজায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী সবচেয়ে বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সেখানে ১১০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। এছাড়াও, রাফায় ৫৪ বার, গাজা শহরে ৪৯ বার, খান ইউনিসে ১৯ বার এবং উত্তর গাজায় ১৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে।

গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সম্প্রতি রাফা শহরের পূর্বাঞ্চলে দখলদার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এই হামলায় হামাস পরিচালিত পুলিশ বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। নিহত পুলিশ সদস্যদের গাজায় প্রবেশকারী ত্রাণ ট্রাকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মোতায়েন করা হয়েছিল। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে ১৫ ফেব্রুয়ারি, শনিবারের হামলা ১৯ জানুয়ারী থেকে চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। আনাদোলু এবং ওয়াফার প্রতিবেদন অনুসারে বলা হয়েছে, বর্বর ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত ৮৫০ বারেরও বেশিবার চুক্তি লঙ্ঘন করেছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৮ হাজার ২৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৬৯৩ ফিলিস্তিনি।


তথ্যসূত্র:
1. Gaza: Israel Has Killed 132 Since Start of Ceasefire a Month Ago
– https://tinyurl.com/y9hen3n3
2.Israel Has Violated Gaza Ceasefire 266 Times, Killing 132 Palestinians
– https://tinyurl.com/mr4kuxjs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসন, বাধ্য হয়ে ঘরবাড়ি ছাড়ছেন ফিলিস্তিনিরা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার গাড়িচালকের ছেলে ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার