১৩ দিন পর নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ; শরীরে আঘাতের চিহ্ন পরিবারের দাবি বিএসএফের পিটুনিতে মৃত্যু

0
47

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়ন সীমান্তে ভারতের অভ্যন্তরে নিহত বাংলাদেশি যুবক বারিকুল ইসলামের (৩৫) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নামোজগন্নায়পুর স্কুলছাম গ্রামের সেতাবুল হকের ছেলে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তের জিরো পয়েন্ট বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে (ক্যাজুয়াল মিটিং) বারিকুলের মরদেহ শিবগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

স্থানীয় জনপ্রতিনিধি ও নিহতের স্বজনরা গণমাধ্যমকে জানিয়েছেন, গত ৬ ফেব্রুয়ারি রাত ১১টা থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতের মধ্যে কোনো এক সময় তিনি নিখোঁজ হন।

গত ৭ ফেব্রুয়ারি তাকে বিএসএফ আটক করে নির্যাতন করে হত্যা করেছেন বলে অভিযোগও করেন তারা। তারা বলেন, সীমান্তের ওপারে ভারতে থাকা বারিকুলের স্বজনরা অনলাইনে ছবিসহ তথ্য পাঠিয়ে ঘটনাটি তাদের জানিয়েছেন। স্থানীয়রা দাবি করেন, বারিকুল কৃষক ছিলেন ও সীমান্তবর্তী জমিতে ভোরে কাজ করতে যাওয়ার সময় আটক হন।
অপর সূত্র দাবি করে, তিনি রাতে সীমান্তের পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে আটক হন।

মরদেহটি বারিকুলের মর্মে শনাক্তের প্রক্রিয়ার পর মঙ্গলবার মরদেহ ফেরত দিল ভারত। তবে কিভাবে বারিকুল নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত হয়নি। তবে আঘাতেই তার মৃত্যু হয়েছে।

লাশ হস্তান্তরের সময় বাংলাদেশ পুলিশের প্রতিনিধি হিসেবে শিবগঞ্জ থানার উপপরিদর্শক মো. হাসান আলী উপস্থিত ছিল। তিনি গণমাধ্যমকে বলেন, বিকেল পাঁচটার সময় লাশ হস্তান্তর করা হয়। এ সময় নিহত বারিকুলের বাবা, মা, এক ভাই ও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। লাশের শরীরে আঘাতের চিহ্ন আছে।


তথ্যসূত্র:
১. চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে নিহত বারিকুলের লাশ ফেরত দিল বিএসএফ
– https://tinyurl.com/5xv79b4u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে স্ত্রীকে ধর্ষণের কারণে মামলা করায় মুসলিম ব্যক্তিকে পুড়িয়ে হত্যা
পরবর্তী নিবন্ধরাজবাড়ী প্রেস ক্লাবে হাসিনার নামফলক ভেঙে দিল শিক্ষার্থীরা