দেশের অভ্যন্তরে ঢুকে বাংলদেশি কৃষকের সবজি ও ধানগাছ কেটে দিয়েছে বিএসএফ ও ভারতীয়রা

0
37

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কৃষকের ক্ষেতের সবজি গাছ কাটা এবং বোরো ধানের চারা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

এ বিষয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

সীমান্তঘেষা লক্ষীপুর গ্রামের বাসিন্দা মালেক মিয়া (৮৭), সাফায়েত মিয়া (৩০) ও শামসুল আলম (৪০) গণমাধ্যমকে বলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তের ২০২৪/১৩-এস পিলার এলাকায় বাংলাদেশ অংশে জমি লিজ এবং বর্গা নিয়ে স্থানীয় কৃষকরা যুগ যুগ ধরে চাষাবাদ করে আসছে। চলতি বছর কৃষকরা সবজি চাষাবাদসহ বোরো ধান রোপণ করেছে। সোমবার বিএসএফ ভারতীয় লোকজন নিয়ে এদেশে প্রবেশ করে লাউ, সিম, কপি, টমেটো গাছ কেটে দেয় এবং ধানের চারা তুলে ফেলে। এ সময় জমিগুলো ভারতীয় অংশের বলে দাবি করে তারা। খবর পেয়ে ৬০ বিজিবি কর্নেল বাজার ক্যাম্পের টহল জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এতে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।

ওই গ্রামের প্রবীণ মালেক মিয়া গণমাধ্যমকে বলেন, ৫০ বছরের বেশি সময় ধরে ওই জমিতে চাষাবাদ করে আসছেন তিনি। সোমবার সকালে সেখানে গেলে ভারতের ত্রিপুরা রাজ্যের মনতলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা হয়ে দাঁড়ায়।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফ তাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে লাঠিসোটা নিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে। তারা বাঁশ দিয়ে জমিতে সীমানা প্রাচীর দেওয়ারও চেষ্টা চালায়।


তথসূত্র:
১. সীমান্তে কৃষকের সবজি ও ধানের চারা কেটে দিয়েছে বিএসএফ
-https://tinyurl.com/bdexf5ju

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাত শহরের সৌন্দর্য বাড়াতে ইমারতে ইসলামিয়ার সবুজায়ন প্রকল্প
পরবর্তী নিবন্ধসচিবালয়ে প্রবেশের সময় আটক আওয়ামী মন্ত্রী দিপু মনির ‘ঘনিষ্ঠ সহচর’