সোমালিয়ায় বৃহৎ পরিসরে শাবাবের সমন্বিত অপারেশন: ৬টি শহরের বিজয়

0
174

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব প্রশাসনের সামরিক নেতৃত্ব নিশ্চিত করেছে যে, গত বৃহস্পতিবার সকালে মুজাহিদিন কর্তৃক শুরু করা সামরিক অপারেশনের ফলে ২০৪ এরও বেশি শত্রু সৈন্য হতাহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব প্রশাসনের সাথে যুক্ত মুজাহিদিনরা গত ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে, দক্ষিণ সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যে বৃহৎ পরিসরে একটি সামরিক অপারেশন চালাতে শুরু করেছেন। পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারি বাহিনীর বিরুদ্ধে মুজাহিদদের এই অভিযানটি মধ্য শাবেলি রাজ্যের ১১টি শহর এবং এখানে অবস্থিত মোগাদিশু বাহিনীর এক ডজনেরও বেশি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একযোগে শুরু করা হয়েছিল। আশ-শাবাবের শত শত মুজাহিদিন রাজ্যটির দু’দিক থেকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এই অভিযানে অংশ নিয়েছেন। এদিন সন্ধ্যা পর্যন্ত মুজাহিদিনরা রাজ্যটির কৌশলগত ও গুরুত্বপূর্ণ জেলা আদান-ইয়াবালের দু’দিকের ৬টি শহরেরর উপর নিয়ন্ত্রণ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন এবং অন্য শহরগুলোর দিকে অগ্রসর হওয়া অব্যাহত রেখেছেন।

হারাকাতুশ শাবাব প্রশাসনের সামরিক নেতৃত্বের দেওয়া বিবৃতি অনুযায়ী, এদিন সন্ধ্যা পর্যন্ত মুজাহিদদের বিজিত শহরগুলো হচ্ছে, আইল আলী-আহমেদ শহর, আলী ফোলদারী শহর, দারুন-নায়মা শহর, আল-কাওসার শহর, আইল বারফ শহর এবং আদালী শহর। আর বিজিত এই শহরগুলোর মধ্যে মুজাহিদিনরা কোনও যুদ্ধ ছাড়াই সন্ধ্যার আগ মুহুর্তে আইল বারফ এবং আদালী শহরে প্রবেশ করেছেন। কেননা মুজাহিদিনরা ৪টি শহর ও এক ডজন ঘাঁটি বিজয়ের পর যখন উক্ত ২টি শহরের দিকে অগ্রসর হতে শুরু করেন, তখন এই সংবাদ পেয়েই মোগাদিশু বাহিনী ও তাদের সমর্থনকারী মিলিশিয়ারা ভয়ে শহর দু’টি ছেড়ে পালিয়ে যায়।

এই শহরগুলো বিজয়ের সময় মুজাহিদদের তীব্র আক্রমণে মোগাদিশু বাহিনীর অনেক সদস্য মুজাহিদদের হাতে বন্দী হয়েছে, এর পাশাপাশি উচ্চপদস্থ কর্মকর্তা সহ অন্তত ৯৩ সৈন্য নিহত এবং আরও ১১১ এরও বেশি সৈন্য আহত হয়েছে।

সূত্রমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা বিজিত এসকল এলাকা ও সামরিক ঘাঁটিগুলির সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেছেন। এসবের মধ্যে রয়েছে এক ডজনেরও বেশি সাঁজোয়া যান, পরিবহন ট্রাক ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিক যানবাহন।

বৃহস্পতিবার রাতে এই রিপোর্ট তৈরি পর্যন্ত জানা গেছে যে, আদান-ইয়াবাল জেলার আশপাশের আরও একাধিক শহরে মুজাহিদদের সামরিক অপারেশন অব্যাহত রয়েছে। একই সাথে এই শহরগুলোতে মোগাদিশু বাহিনীর অবস্থান শক্ত করতে এবং শাবাব মুজাহিদিনের অগ্রযাত্রা রুখতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে আন্তর্জাতিক দখলদার জোট বাহিনী।

এদিকে আশ-শাবাব প্রশাসন সোমালিয়ার মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, সাধারণ মানুষ যেনো মোগাদিশু বাহিনী ও এদের সমর্থনকারী মিলিশিয়াদের দখলে থাকা সামরিক ঘাঁটি, সদর দপ্তর এবং অফিস থেকে দূরে থাকেন। কেননা এই স্থানগুলো মুজাহিদদের বৈধ হামলার লক্ষ্যবস্তু।


তথ্যসূত্র:
١. القيادة العسكرية لحركة الشباب المجاهدين تعلن عن مقتل 93 عنصرا من الميليشيات الحكومية من بينهم ضباط وإصابة أكثر من 111 آخرين إضافة إلى الأسرى والغنائم
– https://tinyurl.com/5hf4988k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতে স্ত্রীকে ধর্ষণের কারণে মামলা করায় মুসলিম ব্যক্তিকে পুড়িয়ে হত্যা
পরবর্তী নিবন্ধগাজায় ধ্বংসস্তূপে মিলল আরও ২২ নিথর দেহ, নিহত ছাড়াল ৪৮ হাজার ৩০০