
আফগানিস্তানের হযরত মুয়ায বিন জাবাল রাযিয়াল্লাহু আনহু সামরিক একাডেমী হতে ২৬৮ জন তরুণ অফিসার সফলভাবে স্নাতক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। উক্ত একাডেমী হযরত আবু উবাইদা বিন জাররাহ রাযিয়াল্লাহু আনহু জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও জানানো হয়, দীর্ঘ ৪ বছরের প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারি একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইমারতে ইসলামিয়া সরকারের বেশ কয়েকজন মন্ত্রীপরিষদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সামরিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
সদ্য গ্র্যাজুয়েটদের দেশের দক্ষ জনশক্তির প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানের বক্তব্যে কর্মকর্তাগণ উল্লেখ করেন। অর্পিত দায়িত্ব সাদরে গ্রহণ ও পেশাদারিত্বের সাথে পালন করতে তারা উৎসাহিত করেছেন। এছাড়া দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে গ্র্যাজুয়েটদের তারা নসিহত করেছেন। নিজের অর্জিত জ্ঞানে আত্মতৃপ্ত না থেকে জ্ঞান অন্বেষণের ধারাকে অব্যাহত রাখতে তাদেরকে উপদেশ দেয়া হয়।
অপরদিক ইসলামী ব্যবস্থার প্রতি অনুগত থাকতে সদ্য গ্র্যাজুয়েটগণ নিজেদের প্রস্তুতি প্রদর্শন করেছেন। পরিশেষে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
তথ্যসূত্র:
1. 268 Graduate from Hazrat Muadh bin Jabal National Military Academy
– https://tinyurl.com/yf5xs6be