৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে ৬ জিম্মিকে ছাড়বে হামাস

0
0

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ সপ্তম দফায় ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এদিকে ছয় ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে গোষ্ঠীটি। এর পরিবর্তে ইসরায়েল ২২ ফেব্রুয়ারি, শনিবার মোট ৬০২ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, যাদের মধ্যে অনেকে কয়েক দশক ধরে কারাবন্দি রয়েছেন।

যে ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে, হামাস তাদের নাম প্রকাশ করেছে।

হামাসের প্রকাশিত তালিকায় রয়েছে এলিয়া কোহেন, ওমের শেম টভ, তাল শোহাম, ওমের ওয়েনকার্ট, হিশাম আল-সায়েদ এবং আভেরা মেঙ্গিস্টো।

এদিকে শুক্রবার এক বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ জানায়, ১৫ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ৩৫০টিরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে সন্ত্রাসী ইসরায়েল। লঙ্ঘনের তালিকায় আছে গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ, বিমান ও ড্রোন হামলা এবং সরাসরি গুলিবর্ষণ।

এসব ঘটনায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন বলেও জানানো হয়। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ছাড়াও বাস্তুচ্যুতদের উত্তর গাজায় ফিরতে বাধা দেওয়া, আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা এবং চিকিৎসা সরঞ্জাম পৌঁছাতে বাধা দেয়ারও অভিযোগও রয়েছে ।


তথ্যসূত্র:
1. Six more Israeli hostages being freed on Saturday in exchange for more than 600 Palestinian prisoners
– https://tinyurl.com/y37ns8sc
2.Hamas to release 6 Israeli hostages as Israel frees 600 Palestinians
– https://tinyurl.com/yc2vn3xa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচোরাকারবারি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; আহত ০২
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে দখলদার বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি শিশু নিহত