আফগানিস্তানে আজিজি গ্রুপের গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন, ক্রমেই বাড়ছে বেসরকারি বিনিয়োগ

0
1

তালিবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তানের নিরাপত্তা অবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। পাশাপাশি সরকার কর্তৃক নানাবিধ উদ্যোগের ফলে বেসরকারি বিনিয়োগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

সেই ধারাবাহিকতায়, বিগত ২০ ফেব্রুয়ারি আফগান বেসরকারি প্রতিষ্ঠান আজিজি গ্রুপের উদ্যোগে কয়েকটি দাতব্য, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্প শুরু করা হয়েছে। এই সকল প্রকল্প উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ।

গ্রুপটি রাজধানী কাবুলে ৪০০ শয্যাবিশিষ্ট একটি ক্যান্সার হাসপাতাল, ২০০ শয্যাবিশিষ্ট একটি মাতৃসদন হাসপাতাল, মানসম্মত বিদ্যালয়, ১টি নার্সিং ইন্সটিটিউট, ১টি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ২০০ মেগাওয়াট একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে।

এই সকল গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করায় অনুষ্ঠানে আজিজি গ্রুপের কর্মকর্তাদের অভিনন্দন জানান উপপ্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি অন্যান্য বিনিয়োগকারীদের স্বদেশে বিনিয়োগের প্রতি উৎসাহিত করেন। তিনি আশ্বস্ত করে বলেন, ইমারতে ইসলামিয়া তাদেরকে পূর্ণ সহযোগিতা ও সমর্থন প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

এছাড়া তিনি দেশের সামগ্রিক অগ্রযাত্রা, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ প্রসঙ্গে আলোকপাত করেছেন। তিনি জোরারোপ করে বলেন, সম্পূর্ণরূপে ইসলামী শরীয়াহ বাস্তবায়ন ও জাতির কল্যাণ নিশ্চিত করার প্রতি এই সরকার মনোনিবেশ করেছে।


তথ্যসূত্র:
1. Economic Deputy PM Inaugurates Azizi Group’s Major Projects
– https://tinyurl.com/2p3ecvc6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে দখলদার বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি শিশু নিহত
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || সোমালিয়ায় শাবাবের বৃহৎ পরিসরের সামরিক অপারেশন ও বিজিত এলাকার দৃশ্য