পশ্চিম তীরে দখলদার বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি শিশু নিহত

0
0

অধিকৃত পশ্চিম তীরে ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে হেবরনে ১২ বছর বয়সী আয়মান নাসের আল-হাইমুনি এবং জেনিনে ১৩ বছর বয়সী রিমাস আল-আমৌরি নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওয়াফা সংবাদ সংস্থা।

ওয়াফা জানিয়েছে, হেবরনের দক্ষিণে আত্মীয়দের সাথে দেখা করার সময় আল-হাইমুনির ওপর দখলদার ইসরায়েলি বাহিনী গুলি চালায়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা যায়।

এদিকে আল-আমৌরির পেটে গুলি লাগে এবং তাকে জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়।

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন (ডিসিআইপি) জানায়, শুক্রবার বিকেলে জেনিনে তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।

টানা দ্বিতীয় মাস ধরে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে, বিশেষ করে জেনিন, তুলকারেম ও তুবাসে অভিযান চালিয়ে যাচ্ছে।

গত মাসে, ইসরায়েলি বাহিনী উত্তর পশ্চিম তীরে সামরিক আক্রমণ শুরু করে, যার ফলে কমপক্ষে ৬০ জন নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অধিকৃত পশ্চিম তীর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।


তথ্যসূত্র:
1. Israeli army kills two Palestinian children in occupied West Bank
– https://tinyurl.com/3kbfk2mx
2. 2 Palestinian children killed by Israeli army fire in West Bank
– https://tinyurl.com/5x9xnr67

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে ৬ জিম্মিকে ছাড়বে হামাস
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে আজিজি গ্রুপের গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন, ক্রমেই বাড়ছে বেসরকারি বিনিয়োগ