পাকিস্তান ও ইরান হতে আবারও এক ঝাঁক আফগান শরণার্থীর স্বদেশে প্রত্যাবর্তন

0
48

সম্প্রতি প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরান থেকে আবারও উল্লেখযোগ্য সংখ্যক আফগান শরণার্থী পরিবার নিজ দেশে ফিরে এসেছেন। ইমারতে ইসলামিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি প্রতিবেশ দেশ দু’টি হতে ১৩৫টি আফগান পরিবার ফেরত এসেছেন। এই পরিবারগুলো নানগারহার প্রদেশের তুরখাম, কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক, নিমরুজ প্রদেশের সিল্ক রোড ও হেরাত প্রদেশের ইসলাম কালাসহ গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দিয়ে দেশে প্রবেশ করেছেন।

ইমারতে ইসলামিয়া সরকারের উদ্যোগে পরিবারগুলোকে তাৎক্ষনিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া অতিরিক্ত সহায়তার জন্য তাদেরকে বিভিন্ন সহযোগী সংস্থার নিকট পাঠানো হয়েছে। উক্ত নাগরিক সেবা শরণার্থীদের প্রতি তালিবান সরকারের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

নিরাপত্তা জোরদার হওয়ার পর অসংখ্য আফগান শরণার্থী দেশে ফিরেছেন। এছাড়া পাকিস্তান কর্তৃক আফগান শরণার্থীদের গণবহিষ্কারের পরিকল্পনায় সংশ্লিষ্টদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তাই উক্ত প্রত্যাবর্তন শরণার্থীদের দেশে ফেরত আসার চলমান প্রবণতার অংশ বলেই মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Dozens of Afghan Families Return Home from Pakistan and Iran
– https://tinyurl.com/2j4jzxkf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || সোমালিয়ায় শাবাবের বৃহৎ পরিসরের সামরিক অপারেশন ও বিজিত এলাকার দৃশ্য
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়তে চেষ্টা করছে ভারত: ব্লুমবার্গ