গাজায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে, ধ্বংসস্তূপে মিলল আরও ১০ লাশ

0
1

ফিলিস্তিনের গাজায় জানুয়ারি মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে চলা হত্যাযজ্ঞের সমাপ্তি ঘটেছে। তবে এরপরও লাশের মিছিল শেষ হয়নি। ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। এরই অংশ হিসেবে সর্বশেষ উদ্ধার করা হয়েছে আরো ১০ লাশ। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের মোট সংখ্যা ৪৮ হাজার ৩৪০ জনে পৌঁছেছে।

বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা ২৩ ফেব্রুয়ারি, রবিবার ধ্বংসস্তূপের নিচে থেকে নতুন করে ১০ জনের লাশ উদ্ধার করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সন্ত্রাসী ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা ৪৮ হাজার ৩৪০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১ লাখ ১১ হাজার ৭৫৩ জন।

গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে ২০২৩ সালের অক্টোবর থেকে সন্ত্রাসী ইসরায়েলের লাগাতার হামলায় ব্যাপক প্রাণহানি ঘটে। যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক মানুষের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।

যুদ্ধের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও দখলদার ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে।


তথ্যসূত্র:
1. Gaza death toll nears 48,340 as Palestinians find more bodies in rubble
– https://tinyurl.com/7nevkd2z
2. Gaza death toll nears 48,340 as Palestinians find more bodies in rubble
– https://tinyurl.com/4hfumwne

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশ্যে ব্যবসায়ীর উপর গুলি; ডাকাতি করে নিয়ে গেল ২০০ ভরি স্বর্ণ ও নগদ টাকা
পরবর্তী নিবন্ধকাবুলে আন্তর্জাতিক পানি সম্মেলন অনুষ্ঠিত