ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ২৩৬ জন তরুণের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন

0
23

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ২৩৬ জন নবীন সেনা সফলভাবে তাদের সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে। গত কয়েক মাসের কঠোর পরিশ্রম ও সুশৃঙ্খল প্রশিক্ষণের মাধ্যমে তারা সামরিক দক্ষতা অর্জন করেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় সেনা ইউনিট এবং বিভিন্ন আঞ্চলিক ইউনিট থেকে আগত এসব সেনারা আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভি নাসীবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ, যিনি আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভি আব্দুল কাদির উবাইদাহ হাফিযাহুল্লাহ, মৌলভি হেদায়েতুল্লাহ মুজাম্মিল হাফিযাহুল্লাহ এবং কমব্যাট সাপোর্ট স্কুলের কমান্ডার, জেনারেল সার্ভিসেস স্কুলের কমান্ডারসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিভিন্ন সেনাকর্মকর্তারা।

নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মৌলভি নাসীবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ বলেন, ‘সেনাদের বুদ্ধিবৃত্তিক ও পেশাদার দক্ষতার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুপ্রশিক্ষিত বাহিনী যেকোনো পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে সক্ষম।’

অনুষ্ঠানে নবীন সৈনিকরা তাদের অর্জিত সামরিক দক্ষতা প্রদর্শন করেন এবং শপথ নেন যে তারা দেশের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও ইসলামিক মূল্যবোধ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবেন।


তথ্যসূত্র:
1. د عبدالله بن مسعود رضي الله عنه د جګړه ایزو ګډو زده کړو قوماندانۍ څخه ۲۳۶ تنه ځوان منسوبین فارغ شول
– https://tinyurl.com/2bukrz3z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার আরও একটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক পানি সম্মেলনে পানিসম্পদ হ্রাসের বিষয়ে সতর্ক করলেন মোল্লা আব্দুল গনি বারাদার