কান্দাহার থেকে ৬২,৩১০ টন শুকনো ফল রপ্তানি করল ইমারতে ইসলামিয়া

0
78

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার থেকে চলতি বছর এ পর্যন্ত ৬২,৩১০ টন শুকনো ফল আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়েছে, যার মোট মূল্য ২৪৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে ইমারতে ইসলামিয়া প্রশাসন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানিকৃত শুকনো ফলের মধ্যে রয়েছে ডুমুর, আখ এবং কিসমিস, যা ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে রপ্তানি করা হয়েছে।
উল্লেখ্য যে, কান্দাহারের কৃষি ও ব্যবসা খাতের বিকাশে শুকনো ফল রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা করছেন, ভবিষ্যতে এই রপ্তানি আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে কান্দাহারের অবস্থান আরও সুদৃঢ় হবে।


তথ্যসূত্র:
1. Kandahar Exports Over $244 Million Worth of Dried Fruits
– https://tinyurl.com/69nkc8wv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে ইমারতে ইসলামিয়ার কঠোর অবস্থান ঘোষণা
পরবর্তী নিবন্ধভিডিও || উত্তর প্রদেশে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিলো ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার