ভারতে মুসলিম গবাদি পশু ব্যবসায়ীদের ওপর আক্রমণ, ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়

0
4

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে হিন্দুত্ববাদী গোরক্ষকদের একটি দল তিন মুসলিম গবাদি পশু ব্যবসায়ীকে আক্রমণ করে এবং তাদের কাছ থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। হামলার সময় ভুক্তভোগীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান বলাতে বাধ্য করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে ক্লারিওন ইন্ডিয়া জানায়, ১৯ ফেব্রুয়ারি আহমেদাবাদের ওধাভ এলাকায় তিন মুসলিম গবাদি পশু ব্যবসায়ী বৈধভাবে মহিষ পরিবহন করছিলেন। এই সময় হঠাৎ একটি গোরক্ষী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় একজন ব্যবসায়ী গুরুতর আহত হন, তার চোয়াল ভেঙে গেছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর, ভুক্তভোগীরা পুলিশের কাছে মামলা করতে গেলে, পুলিশ তাদেরকে কয়েক ঘণ্টা থানায় আটকে রাখে।পরবর্তীতে, পুলিশ তাদেরকে হামলাকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়ার শর্তে ছাড়ে।

পরবর্তীতে সামাজিক মিডিয়ায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের পর, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩০৭ ধারায় (হত্যার চেষ্টা) মামলা নথিভুক্ত করে। আইনজীবীরা জানান, প্রথমদিকে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়ার প্রতি অনীহা দেখিয়েছিল, কিন্তু সামাজিক প্রতিক্রিয়া বৃদ্ধির পর পুলিশ বাধ্য হয়ে মামলা নথিভুক্ত করেছে।


তথ্যসূত্র:
1. Gujarat: Cow Vigilantes Assault Muslim Traders for Transporting Buffaloes
– https://tinyurl.com/ka998n5r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে মার্কেট দখলে মিলে-মিশে একেকার আওয়ামী লীগ, বিএনপি ও শীর্ষ সন্ত্রাসী
পরবর্তী নিবন্ধসোমালিয়ার আবুরী শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন: অন্তত ৫১ শত্রু সেনা নিহত