উত্তর প্রদেশে হিজাব পরায় ১০ মুসলিম ছাত্রীকে বোর্ড পরীক্ষা দিতে বাধা

0
4

ভারতের উত্তর প্রদেশের জৌনপুর জেলার সর্বোদয় ইন্টার কলেজে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নিতে আসা ১০ মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এ ঘটনায় বাধ্য হয়ে ছাত্রীরা পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যান।

ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া জানায়, গত ২৫ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।

এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, পরীক্ষার জন্য ক্যাম্পাসে প্রবেশ করার সময় তারা দেখতে পান, কোনো মুসলিম ছাত্রীর মাথা ঢাকা নেই। তখন তারা ভাবেন, হয়তো অন্য মুসলিম ছাত্রীরা পরীক্ষা দিতে আসেনি। তবে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় এক নারী কর্মী তাদের রূঢ়ভাবে হিজাব খুলতে বলে।

শিক্ষার্থীরা হিজাব খুলতে অস্বীকৃতি জানালে ওই কর্মী সাফ জানিয়ে দেয়, হিজাব না খুললে পরীক্ষা দিতে দেওয়া হবে না। বাধ্য হয়ে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হয়ে বিষয়টি অভিভাবকদের জানান।

অভিভাবকরা কলেজের অধ্যক্ষ দীনেশ চন্দ্র গুপ্তার সঙ্গে কথা বললেও সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে। এমনকি সে এক ছাত্রীকে তার ওড়না পর্যন্ত খুলে ফেলতে বাধ্য করে।

পরীক্ষাকেন্দ্রের অধ্যক্ষ দীনেশ চন্দ্র গুপ্তা দাবি করে, বোর্ড পরীক্ষার নিয়ম কঠোরভাবে মানা হচ্ছে এবং চারজন শিক্ষার্থী নিয়ম মানতে রাজি না হওয়ায় তারা পরিবারের সঙ্গে ফিরে গেছে। তিনি আরও বলেন, এই কেন্দ্রে মোট ৪১৩ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যার মধ্যে ১৫৩ জন মুসলিম ছাত্রী ছিল। তাদের মধ্যে মাত্র চারজন হিজাব খুলতে অস্বীকৃতি জানিয়েছে, বাকিরা নিয়ম মেনে পরীক্ষা দিয়েছে।

কলেজের ব্যবস্থাপক অনিল কুমার দাবি করে, এই চার ছাত্রী পরীক্ষার জন্য প্রয়োজনীয় যাচাইয়ের সময় তাদের চেহারা মিলিয়ে দেখার নিয়ম মানতে চায়নি। প্রবেশপথে দুই নারী পরীক্ষক— রেখা যাদব ও ফিরদৌস ফাতিমা— চেকিংয়ের দায়িত্বে ছিল।

তবে এক ভুক্তভোগী ছাত্রী জানান, ‘আমরা পরিচয় যাচাই করাতে সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, কিন্তু কর্তৃপক্ষ হিজাব পুরোপুরি সরানোর জন্য চাপ দেয়।’

উল্লেখ্য, হিন্দুত্ববাদী ভারতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার ক্রমাগত খর্ব করা হচ্ছে। বিশেষ করে বিজেপি সরকারের শাসনে মুসলিমদের প্রতি বৈষম্য ও দমন-পীড়ন বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, পোশাক ও নাগরিক অধিকারসহ প্রতিটি ক্ষেত্রে মুসলিমরা নানা বিধিনিষেধ ও বাধার সম্মুখীন হচ্ছে।


তথ্যসূত্র:
1. UP: 10 Hijab-wearing Girls Barred from Taking Class X Board Exam in Jaunpur
– https://tinyurl.com/dtzsr8hs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ৩ বিলিয়ন আফগানির ২৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন
পরবর্তী নিবন্ধদুই কাশ্মীরি মুসলিমের সম্পত্তি জব্দ করল ভারতীয় পুলিশ