বিজেপি নেত্রীর গাড়ি দুর্ঘটনা, চালকের ভুলের দায় মুসলিমদের উপর চাপানোর চেষ্টা

0
3

ভারতের উত্তরপ্রদেশের কানপুর জেলায় কুখ্যাত মুসলিমবিদ্বেষী বিজেপি নেত্রী নাজিয়া ইলাহী খান সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এই ঘটনাটিকে সে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর সুযোগ হিসেবে ব্যবহার করে, এবং দুর্ঘটনার জন্য মুসলিমদের দায়ী করে সোশ্যাল মিডিয়ায় প্রচারনা চালাতে শুরু করে। কিন্তু পুলিশের তদন্তে উঠে আসে যে, গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে চালকের ঘুমিয়ে পড়ার কারণে।

গত ২৫ ফেব্রুয়ারি ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, নাজিয়া ইলাহী খান দিল্লিতে একটি সভা শেষে মহা কুম্ভে গঙ্গা স্নানে যাওয়ার পথে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়। পরে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক ভিডিওতে সে কান্নার সুরে দাবি করে যে, মুসলিমদের একটি দল পরিকল্পিতভাবে তার গাড়িকে ধাওয়া করেছে এবং ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে।

নাজিয়ার অভিযোগ অনুযায়ী, যখন সে উত্তরপ্রদেশের এটাহ জেলায় পৌঁছায়, তখন কিছু মুসলিম তার গাড়িকে টার্গেট করে ধাওয়া করে এবং ধাক্কা দেয়, যার ফলে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। তবে পুলিশের তদন্তে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে।

কানপুর পুলিশের এক কর্মকর্তা এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়েছিলেন। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। নাজিয়ার অভিযোগের সঙ্গে পুলিশের তদন্তের তথ্যের কোনো মিল নেই। গাড়ির চালক নিজেও স্বীকার করেছেন যে, তিনি ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।’

তথ্যপ্রমাণের অভাব সত্ত্বেও নাজিয়া তার ভিত্তিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কিছু হিন্দুত্ববাদী গণমাধ্যম ও প্রভাবশালী ব্যক্তিরা তার মিথ্যা দাবিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালাতে থাকে।

এদিকে, বিভিন্ন ফ্যাক্ট-চেকার ও সাংবাদিকরা এই প্রচারণার তীব্র সমালোচনা করেছেন। তারা বলেন, উত্তরপ্রদেশ পুলিশ একাধিকবার নিশ্চিত করেছে যে, এটি নিছক একটি দুর্ঘটনা, যা চালকের ঘুমিয়ে পড়ার কারণে ঘটেছে। কিন্তু বিজেপি নেত্রী নাজিয়া ইলাহী এবং মুসলিমবিদ্বেষী ওয়েবসাইটগুলো এখনো তাদের ভুল স্বীকার করেনি বা পুলিশের বক্তব্য প্রকাশ করেনি। বরং তারা মুসলিমদের ওপর দোষ চাপিয়ে যাচ্ছে।

এই ঘটনা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে, নাজিয়া ইলাহী খান একটি সড়ক দুর্ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দিতে চেয়েছিল। পুলিশের তদন্তে তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও, সে এখনো তার ভুয়া পোস্ট মুছে ফেলেনি, বরং হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে, যার ফলে এটি নিছক একটি দুর্ঘটনা নয়, বরং মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পরিকল্পিত প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Her Driver Snoozes, But BJP Leader Nazia Blames Muslims for Car Accident
– https://tinyurl.com/3wn85htw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশি-বিদেশি অস্ত্র ও মাদক সহ ময়মনসিংহে ভারতীয় পরিচয়পত্রধারী এক নারী আটক
পরবর্তী নিবন্ধআশ-শাবাব মুজাহিদিন সোমালিয়ার আলী-আহমেদ শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন