উরুজগানে উপজাতীয় প্রবীণ আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আমিরুল মুমিনিন হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ

0
92

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সম্মানিত ও সর্বোচ্চ নেতা আমিরুল মুমিনিন শাইখুল হাদীস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ গত ২৫ ফেব্রুয়ারি উরুজগান প্রদেশের উলামা কাউন্সিল ও গোত্রীয় প্রবীণ আলেমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি স্থানীয় আলেমদের ইসলামি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ ২৬ ফেব্রুয়ারির এক প্রতিবেদনে জানান, এই বৈঠকে সম্মানিত আমিরুল মুমিনিন বলেন যে, বর্তমান ইমারতে ইসলামিয়া প্রশাসন আলেমদের জন্য জনসেবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। তিনি আলেমদের প্রতি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দ্বীনী শিক্ষার প্রচার এবং সামাজিক সমস্যা সমাধানে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, উরুজগানবাসীর সমস্যাগুলো সমাধানে আলেমদের কার্যকর ভূমিকা রাখা উচিত। পাশাপাশি, যেকোনো সামাজিক বা গোত্রীয় বিরোধ নিরসনে তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

এই সময় উরুজগান উলামা কাউন্সিলের চেয়ারম্যান মৌলভি আব্দুল গাফফার হাফিযাহুল্লাহ বৈঠকে প্রদেশের সার্বিক পরিস্থিতি ও আলেমদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, উলামা পরিষদের আলেমরা ইমারতে ইসলামিয়ার নীতি, নির্দেশনা ও সুপারিশ উরুজগানের প্রত্যন্ত অঞ্চলের জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বৈঠকে আমিরুল মুমিনিন উপস্থিতদের আশ্বস্ত করেন যে, উরুজগানবাসীর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তথ্যসূত্র:
1. Esteemed Amir-ul-Momineen Engages with Scholers, Tribal Elders of Uruzgan
– https://tinyurl.com/2s37vxyp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ের আন্তর্জাতিক পণ্য প্রদর্শনীতে এবারের অন্যতম আকর্ষণ আফগান দেশীয় পণ্য
পরবর্তী নিবন্ধকুন্দুজে ১০০ শয্যাবিশিষ্ট প্রসূতি হাসপাতালের উদ্বোধন করল ইমারতে ইসলামিয়া প্রশাসন