‘বঙ্গবন্ধু সেতু’ ও ‘বঙ্গবন্ধু টানেল’ এর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

0
72

বঙ্গবন্ধু সেতু (যমুনা নদীর ওপর) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে ‘যমুনা সেতু’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম ‘কর্ণফুলী টানেল’ করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ।

যমুনা বহুমুখী সেতু যমুনা নদীর ওপর অবস্থিত একটি সড়ক ও রেল সেতু‌। ১৯৯৮ সালের জুন মাসে এ সেতু উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে সেতুটির নামকরণ করা হয়। এ সেতু বাংলাদেশের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করে দুই অংশকে একত্রিত করেছে।

অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে প্রথমবারের মতো নির্মিত হয় টানেল। ২০২৩ সালের ২৮ অক্টোবর শেখ হাসিনা এ টানেল উদ্বোধন করেন। নাম দেওয়া হয় বঙ্গবন্ধু টানেল। চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্ত থেকে শুরু হয়ে টানেল শেষ হয়েছে আনোয়ারা প্রান্তে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন করতে থাকে অন্তর্বর্তী সরকার। গত ৭ আগস্টই টানেল থেকে শেখ মুজিবুর রহমানের নামফলক সরিয়ে নেওয়া হয়েছিল।


তথ্যসূত্র:
১. বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
-https://tinyurl.com/2xdbpa2y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের নাম উচ্চারণ করতে অজু করে নিতে বললো বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধএকই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে উত্তেজনা; ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার