একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ ঘিরে উত্তেজনা; ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার

0
3

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একই স্থানে, একই সময়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ডাকা সমাবেশস্থল থেকে ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে অবিস্ফোরিত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করা হয়।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সমাবেশের ডাক দেয় উপজেলা স্বেচ্ছাসেবক দল।

একই দিনে ওই মাঠে কর্মীসভা করার ঘোষণা দেয় আড়াইসিধা ইউনিয়ন বিএনপি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্বেচ্ছাসেবক দল সেখানে প্যান্ডেল নির্মাণ করতে গেলে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। এতে উত্তেজনা আরো বাড়ে। এরই মধ্যে সকালে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।


তথ্যসূত্র:
১. আশুগঞ্জে বিএনপির দুই পক্ষের সমাবেশস্থল থেকে ককটেল উদ্ধার
– https://tinyurl.com/3aczvnpc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘বঙ্গবন্ধু সেতু’ ও ‘বঙ্গবন্ধু টানেল’ এর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি
পরবর্তী নিবন্ধআওয়ামী মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রীর ৩৫ টি ব্যাংক একাউন্ট; লেনদেন ৪ হাজার কোটি টাকা